
লাস্ট ক্রিকেট বিশ্বকাপে অসাধারন ভবিষ্যৎবানীর কারন তিতলামিঞা এখন শুধু সামু না.....সারা বাংলাদেশেরই পরিচিত মুখ। গতকাল উনার সাথে আবার দেখা হওয়ার সৌভাগ্য হয়। চান্স পেয়ে উনাকে জানতে চাই...."দুনিয়াতে পর-নারী এবং মদ ভোগ করা হারাম, বেহেস্তে নয় কেনো?" উত্তরে তিনি বিষয়টা বুঝিয়ে দিলেন। আমাদের কথোপকথান ছিলো নিম্নরূপঃ
আমিঃ হুজুর ...."দুনিয়াতে নারী এবং মদ ভোগ করা হারাম, বেহেস্তে নয় কেনো?"
তিতলামিঞা - মানুষ হইলো আল্লাহর একটা মেশিন.....এই মেশিন যদি ভালো থাকে তাইলে অনেক ভালো কাম করতে পারে আর মেশিন খারাপ হইলে ঐডা দিয়া ভালো কাম করা যায় না। মনে কর তোরে একটা হাতুড়ি দেওয়া হইলো ইট ভাংতে। হাতুড়িডা যদি ভালো হয়, তাইলে ভালো ভাবে তুই কাম করতে পারবি আর যদি খারাপ হয় তাইলে কাম ভালো হইবো না বরং ঐটা তোর হাতে লাইগা ছেচাও লাগতে পারে। তোর কি মনে হয়.....মানুষ যদি ভালো কাম করে, তাইলে আল্লার কোনো লাভ আছে?
আমিঃ না
তিতলামিঞা -মানুষ যদি খারাপ কাম করে, তাইলে আল্লার কোনো ক্ষতি আছে?
আমিঃ না
তিতলামিঞা - তুই ভুল জানিস.....কারো কোনো ক্ষতি না হইলে আল্লা হেরে পানিসম্যান্ট দিবো ক্যান? একটা কথা কই.......মনযোগ দিয়া শুন।
মানুষরে নিয়া আল্লার একটা প্লান আছে। মানুষরে দিয়া আল্লা অনেক কাম করাইতাসে....এখন মানুষ যদি মদ খাইয়া বুদ হইয়া থাকে.....তাহলে উন্নয়ন কাম করতে পারেনা......আবার মাইয়া মানুষ নিয়া মৌজমাস্তি করে তাইলেও উন্নয়ন কাম হইবো না। একসময় এই কামগুলা আর করা লাগবো না, তখন মানুষেরও আর কোনো প্রযোজন থাকবোনা......মানুষরে তখন বেহেস্তনামের জায়গায় পাঠায় দেওয়া হইবো অনন্তকালের জন্য.....আর আল্লাহপাক আরো জটিল জিনিষ নিয়া গবেষনা করতে থাকবো। (এই বলেই তিনি মহিনির কলকিতে পুরুত পুরুত টান দিতে থাকলেন
