সামহোয়ারে যাদের লেখা ভাল লাগে তাদের মধ্যে অচেনা বাঙ্গালী নিঃসন্দেহে অন্যতম সেরা। লোকটাকে আমি চিনিনা। কি করেন, কোথায় থাকেন সে বিষয়েও অবহিত নই। তবে তার "তিন বাঙ্গালীই রুখে দিয়েছিল আলেকজান্ডারকে" পড়ার পর তার লেখার প্রতি আসক্ত হই। তার প্রতিটি লেখাই বাঙ্গালী ও বাঙ্গালী মানসের শ্রেষ্ঠত্ব ও বিজয়ের গাথা। আর তার লেখার কারণেই সম্পূর্ণ অপরিচিত এ মানুষটিকে নিজের মানসপটে স্থান দিতে কোন কার্পন্য হয়নি। রাশেদ, বিমা, হাসিব, আরণ্যক যাযাবরকেও ভাল লাগে। তবে অচেনা বাঙ্গালী অন্যরকম।
আজকে প্রায় পনের দিন যাবত অচেনা বাঙ্গালীর পোস্ট, কমেন্ট থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তার লেখাগুলোকে মিস করছি। এখানে সামহোয়ারকে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে আর তা হচ্ছে তারা কি জনৈক শিল্পপতির মান-অভিমানকে প্রাধান্য দিবেন নাকি একজন সু-ব্লগারকে টিকিয়ে রাখবেন। তারা কি জনৈকের ব্যক্তিগত প্রচারকে প্রাধান্য দিবেন নাকি সামহোয়ারের সাহিত্যমানের উৎকর্ষতাকে সর্বাগ্রে স্থান দিবেন। এখানে একটা কথা অবশ্যই বলে রাখা ভাল যে, আজকে সামহোয়ারের যে অবস্থান, জনপ্রিয়তা তার মূলে অবশ্যই অচেনা বাঙ্গালী, রাশেদ, বিষাক্ত মানুষ, হাসিব, আরণ্যক যাযাবরের বিরাট ভূমিকা আছে। অচেনা বাঙ্গালী যে কতোটা জনপ্রিয় তা তাকে নিয়ে লেখা সাম্প্রতিক পোস্টগুলো পর্যবেক্ষণ করলেই আপনার বুঝতে পারবেন। সাধারন ব্লগাররা তাকে কতোটা ভালোবাসেন তাও উপলব্ধি করতে পারবেন।
আর বাবুয়া সাহেব আপনাকে কিছু বলার যোগ্যতা আমার নেই। আপনি যে পর্যায়ের আমি তার ধারেকাছেরও না। তারপরেও আপনাকে বলি, আপনার লেখাগুলোতে আপনি যেভাবে নিজেকে একজন মহৎ ও বিরাট মনের মানুষ বলে প্রচার তার পরিচয়টা দয়া করে বাস্তব জগতেও দিন। আপনি স্বীকার করেন আর নাই করেন আপনার দৃশ্যমান/অদৃশ্যমান প্রচেষ্টার ফলেই অচেনা বাঙ্গালীর লেখা হতে আমরা বঞ্চিত হচ্ছি। আপনি যদি সত্যিই বড় মনের হন, বড় মানুষ হন তবে তাদেরকে সেফ করার জন্য ব্যক্তিগতভাবে উদৌগী হোন। সামহোয়ারকে রিকোয়েস্ট করেন তাকে সেফ করার জন্য। আর সেটা করতে পারলে আপনার হারানো ইমেজটা কিছুটা হলেও পুনরুদ্ধার হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২