মুভি ক্রিটিক ব্লগ পোস্ট#১৩৪
দিনের পর দিন হলিউড পরিচালকরা মুভিতে গল্প বলা ভুলে যাচ্ছে। দিনের পর দিন হলিউড অন্তঃসারশূন্য অ্যাকশন দৃশ্য দেখাতে অভ্যস্ত হচ্ছে। কেন? মেধার অভাব? মস্তিষ্ক ফুটো হয়ে গেছে? আংশিক সত্য। বাকি অংশটুকু হলো- দর্শকরা খাচ্ছে, দেদারসে খাচ্ছে। ঠিক আছে, খেতে দিন- যতোটা পারে খেয়ে নিক; একদিন ঠিকই বদহজম হবে।
কপাল ভালো আমার, শুরু থেকেই সচেতন থেকেছি। প্রবল মুভি ক্ষুধা নিয়ে ভালো কিছুর খোঁজে অনেক ভেজাল খেলেও রুচিটা খারাপ করিনি। তাই তো দর্শক হিসেবে মানটা আছে এখনও, হানি হয়নি। এই আত্মবিশ্বাস আশা করি দোষের না।
দি এ টিমের নির্মাতারা যতোটা কষ্ট করেছেন ধ্বংসযজ্ঞ দেখাতে, ততোটা কষ্ট যদি করতেন গল্পটি তৈরিতে! যতোটা পরিশ্রম করেছেন 'প্ল্যান A' বানাতে, ততোটা পরিশ্রম যদি হতো চরিত্র নির্মাণে। যতোটা যত্নবান হয়েছেন অস্ত্র সম্ভারে, ততোটা যত্নবান যদি হতেন এডিটিংয়ের টেবিলে! সত্যি বলছি, দি A-টিমকে তখন D-গ্রেডের (Disappointing/হতাশাজনক) বদলে সানন্দে A-গ্রেডে ভূষিত করতাম। কিন্তু তা আর হলো কোথায়? The A-Team (২০১০) নিজেই মস্তিষ্ক-বিহীন ফরমালিনযুক্ত অ্যাকশন মুভি হিসেবে পরিচিত হতে চেয়েছে যে! এই সব 'অ্যাকশন' দেখানোই ছিল মুভিটি মূল উদ্দেশ্য, কিন্তু অ্যাকশনে ছিল না ক্যারিশমা।
ফরমালিনযুক্ত মুভি মানে বলতে চেয়েছি চাকচিক্যময় ভেজাল মুভি। দেখতে ভালো, খেতে খারাপ। সোজা বাংলায়, উপর দিয়ে ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট। এ জাতীয় মুভিগুলোর প্রডাকশন ভ্যালু হাই। কিন্তু সার্বিক শিল্পগুণ বা মুভির মান নিম্নগামী। আরেকটি ফরমালিনযুক্ত মুভির নাম বললে পরিষ্কার হবে, যথা: Transformers: Revenge Of the Fallen (২০০৯); রেটিং: ২.৫/৫।
আশির দশকের টিভি সিরিজ দি এ টিমের (১৯৮৩-১৯৮৭) এই আশাহত করা চলচ্চিত্র-রূপায়নে পরিচালক ছিলেন জো কারনাহান। অভিনয়ে Liam Neeson, Bradley Cooper, Quinton Jackson ও Sharlto Copley. আইরিশ অভিনেতা লিয়াম নিসনের অন্যতম সেরা ফিচার তার সুন্দর কণ্ঠস্বর। হলিউডের সেরা কণ্ঠস্বরের একটি। মুভিতে ভয়েস ওভার স্ক্রিনে লিয়ামকে শুনতে ভালোই লাগে। অন্যদিকে 'লিভিং সেক্সিয়েস্ট ম্যান' ব্র্যাডলি কুপার তার নারী ভক্তদের জন্য অনাবৃত ঊর্ধ্বাঙ্গ প্রদর্শন করতে ভুলে যাননি! এই দুজনের সরব উপস্থিতি যা একটু আকর্ষণীয়। কিন্তু এসব কিছুই The A-Team-কে ব্যর্থতায় পতিত হওয়া থেকে বাঁচাতে পারেনি। মুভিতে অবশ্যই ভালো গল্প থাকা চাই, কিন্তু দি এ টিমে কোন স্ক্রিপ্ট-রাইটার ছিল কিনাই আমার সন্দেহ! ডিরেক্টর কারনাহানের সঙ্গে যে দুজনের নাম (Brian Bloom, Skip Woods) ক্রেডিট লাইনে দেখা গেছে তারা আসলে চিত্রনাট্যে কি কাজটা করে পয়সা নিয়েছেন কে জানে!
রেটিং: ২.৫/৫
রেটিং ভাষা: গতানুগতিক/হতাশাজনক/না দেখলেও চলবে
_______
মুভি পোস্ট#১৩৩: ★মুভি রিভিউ★ কুয়েন্টিন টারান্টিনোর পাল্প ফিকশন - সর্বকালের সবচেয়ে প্রভাবশালী মুভির একটি!