বাবা নিয়ে সেরা ১০টি মুভি - পোস্টটি তিন বছর আগে ২০০৯ সালে লিখেছিলাম। তিন বছর খুব অল্প সময় নয় আবার খুব দীর্ঘ সময়ও নয়। কিন্তু কোন কিছুর পরিবর্তন আনতে চাওয়ার জন্য যথেষ্ট। তেমনি অনেকদিন থেকেই এই তালিকাটি আপগ্রেড করার ইচ্ছে। সেই সূত্রে গত এক সপ্তাহ ধরে তালিকাটি নিয়ে কাজ করেছি। আজ প্রকাশ করার পালা।
বাবা নিয়ে সেরা মুভির সেই তালিকাটিতে আমি বড় ধরণের পরিবর্তন আনছি। ঐ পোস্টটি আমি লিখেছিলাম বাবা দিবসকে মাথায় রেখে। এখনও বাবা দিবসের থিমের সঙ্গে মুভিগুলোর থিমের যেন মেলবন্ধন থাকে সেদিকে লক্ষ্য রেখেছি। আমার এই তালিকাটির উদ্দেশ্য হলো বাবা-সন্তান সম্পর্কের বা পিতৃত্বের বিভিন্ন দিক উন্মোচন করেছে এমন মুভিগুলোর মধ্য থেকে সেরা মুভিগুলো নির্বাচন করা। মুভিগুলোতে যেমন পিতা/সন্তান চরিত্র বা সম্পর্ক প্রাধান্য পাবে তেমনি সার্বিক বিচারে মুভিগুলোকে হতে হবে অনন্য।
আমার ঐ পোস্টে আমি সেরা দশের পাশাপাশি আরও পাঁচটি মুভির তালিকা দিয়েছিলাম, যেগুলোকে আমি চিহ্নিত করেছিলাম 'সেরা দশের জন্যও বিবেচনা করা যায়' হিসেবে। এক্ষেত্রে বলতে পারেন সেটি ছিল আসলে ১৫টি মুভির লিস্ট (সেরা ১০+বিবেচনা যোগ্য ৫)। তালিকাটি আমি আপগ্রেড করতে গিয়ে দেখলাম স্রেফ ১০টি মুভির লিস্ট করতে গেলে বিষয়বস্তুর আওতাধীন বেশ কিছু ভালো মুভি বাদ পড়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হলো অবশিষ্ট মুভিগুলোও পাঠক/দর্শকদের দৃষ্টি আকর্ষণের দাবিদার। তাই আমি এবার দুটি লিস্ট উপস্থাপন করছি, সেরা ১৫টি মুভি ও রানার্স-আপ ১৫টি মুভি।
বর্তমানে সেই 'বিবেচনা যোগ্য' পাঁচটি মুভি থেকে আমি দুটি মুভি The Pursuit of Happyness ও Father of the Bride এবারের সেরা ১৫-তে অন্তর্ভুক্ত করছি এবং Ransom (1996) মুভিটি একেবারেই বাদ দিচ্ছি। বাকী দুটি মুভি The Champ ও Three Men & A Baby রানার্স-আপ ১৫-তে থাকছে। তাছাড়া Father of the Bride ও The Champ মুভি দুটির নতুন ভার্সনের বদলে অরিজিনাল ভার্সনগুলো রেকমেন্ড করছি। আমার মতে পুরনো ভার্সনগুলো অধিক ভালো। অন্যদিকে আগের পোস্টেটিতে যে 'সেরা দশটি' মুভির নাম উল্লেখ করেছিলাম সেই দশটি থেকে Vacation, Mr. Mom, Parenthood, I Am Sam মুভি চারটি এবার রানার্স-আপ ১৫-তে স্থানান্তর করছি। বাকী ছয়টি মুভি (The Bicycle Thief, Paper Moon, Kramer vs. Kramer, Life Is Beautiful, Finding Nemo, Big Fish) সগৌরবে সেরা ১৫-তে থাকছে।
অতএব দেখা যাচ্ছে, বাবা নিয়ে সর্বকালের সেরা ১৫টি মুভির মধ্যে আটটি মুভিই এসেছে আগের পোস্টেটি থেকে। অন্যদিকে রানার্স-আপ ১৫টির মধ্যে পূবের পোস্টেটি থেকে এসেছে ছয়টি মুভি। নতুন তালিকা দুটির মোট ৩০টি মুভির মধ্যে ১টি মুভি নির্বাক, ২০টি মুভি ইংরেজি ভাষায় এবং ভিন্ন পাঁচটি ভাষায় বাকী ৯টি মুভি (৩টি ফ্রেঞ্চ, ৩টি ইটালিয়ান, ১টি টার্কিশ, ১টি তামিল, ১টি হিন্দি) নির্মিত। তাছাড়া মুভিগুলোর মধ্যে নির্বাক ও সাদাকালো মুভি যেমন আছে তেমনি সংলাপ-প্রধান ও সিজি স্পেশাল ইফেক্টস সমৃদ্ধ মুভিও আছে। ৩০টি মুভির মধ্যে সবচেয়ে পুরনোটি ১৯২১ সালের এবং সবচেয়ে লেটেস্ট মুভিটি ২০০৯ সালের। পাঠকদের সুবিধার্তে মুভিগুলোর সঙ্গে MPAA/BBFC রেটিং, Genre ও শিশুদের উপযুক্ত কি-না তা উল্লেখ করা হয়েছে। এর ফলে আপনি কোন মুভিটি পরিবারের সঙ্গে দেখবেন ও কোনটি একা/সঙ্গীর সঙ্গে দেখবেন তা সহজেই নির্ধারণ করে ফেলতে পারবেন। উল্লেখ্য, কয়েকটি মুভির MPAA/BBFC রেটিং হয়নি।
সুতরাং এই পোস্টে আপনি পাচ্ছেন একই বিষয়ে যোগ্যতা বিচারে দুটি পৃথক মুভি লিস্ট, নতুন ১৬টি মুভিসহ মোট ৩০টি মুভি, প্রতিটি মুভির জন্য আমার অরিজিনাল রেটিং এবং মুভি+বাবার জন্য একরাশ ভালোবাসা!
এবার আসুন আমার নির্বাচিত বাবা নিয়ে সর্বকালের সেরা ১৫টি মুভি + ১৫টি রানার্স-আপ মুভির তালিকা দুটি দেখে নেওয়া যাক।
বাবা নিয়ে সর্বকালের সেরা ১৫টি মুভি (নামের ক্রমানুসারে):
A Peck on the Cheek (2002) (Tamil: Kannathil Muthamittal): 5/5 (Drama)
Big Fish (2003): 5/5 (PG-13 Fantasy Drama, Questionable for Children*)
Boyz ‘N the Hood (1991): 5/5 (R, Drama, Not for Children)
Father of the Bride (1950): 5/5 (U/BBFC, Comedy, Suitable for Children)
Field of Dreams (1989): 4.5/5 (PG, Sports Drama)
Finding Nemo (2003): 5/5 (G, Excellent for Children)
Kramer vs. Kramer (1979): 5/5 (PG Comedy, Questionable for Children*)
Life Is Beautiful (1997) (Italian: La Vita E Bella): 5/5 (PG-13, Tragic-Comedy Drama)
Paper Moon (1973): 5/5 (PG, Comedy Drama)
Road to Perdition (2002): 4.5/5 (R, Crime Drama)
The Bicycle Thief / Bicycle Thieves (1948) (Italian: Ladri Di Biciclette): 5/5 (U/BBFC, Drama, Suitable for Children)
The Godfather (1972): 5/5 (R, Crime Drama, Not for Children)
The Kid (1921): 5/5 (U/BBFC, Comedy Drama, Outstanding for Children)
The Pursuit of Happyness (2006): 5/5 (PG13, Family Drama)
To Kill a Mockingbird (1962): 5/5 (PG/BBFC, Family Drama)
*Brief Nudity
১৫টি রানার্স-আপ মুভি (নামের ক্রমানুসারে):
Father of My Children (2009) (French: Le Pere De Mes Enfants): 4/5 (12A/BBFC, Drama)
Grace Is Gone (2007): 4/5 (PG-13, Psychological Drama)
How I Killed My Father / My Father and I (French: Comment J'ai Tue Mon Pere) (2001): 4/5 (15/BBFC, Psychological Drama, Questionable for Children)
I Am Sam (2001): 3.5/5 (PG-13, Drama)
Mr. Mom (1983): 3.5/5 (PG, Comedy)
Mrs. Doubtfire (1993) - 3.5/5 (PG-13, Comedy)
My Father and My Son (2005) (Turkish: Babam Ve Oglum): 4/5 (PG/BBFC, Drama)
Paa (2009) (Hindi): 5/5 (12A/BBFC, Drama)
Parenthood (1989): 4.5/5 (PG-13, Comedy)
The Barbarian Invasions (French: Les Invasions Barbares) (2003): 4/5 (R, Comedy Drama, Not for Children)
The Champ (1931): 4/5 (Melodrama)
The Road (2009): 4/5 (R, Science Fiction)
The Son's Room (2001) (Italian: La Stanza Del Figlio): 4/5 (R, Not for Children)
Three Men & A Baby (1987): 3.5/5 (PG, Comedy)
Vacation / National Lampoon's Vacation (1983): 4/5 (R, Comedy, Not for Children)
তো আর দেরি কেন? উপরের তালিকা দুটির মুভিগুলো উপভোগ করুন। বিচিত্র পটভূমিকায় ঘুরে আসুন মানব ইতিহাসের এক প্রাচীনতম সম্পর্কের আধুনিক ও চিরাচরিত মোড়গুলো। হ্যাপি মুভি টাইম!
নোট: MPAA: Motion Picture Association of America
BBFC: British Board of Film Classification
প্রচ্ছদ: শিল্পী Larry Poncho Brown-এর The Spirit of Fatherhood
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৬