নষ্ট করেছি চরিত্র
অনেক আগেই বন্ধুকে শত্রু করেছি
শত্রুকে করেছি মিত্র!
কখনও সবকিছু খুব ভালো লাগে
কখনওবা আমি সবচেয়ে বড় দুঃখী
কখনও আমি দুঃখের রাজা
অথবা অদ্ভূত এক সুখী!
কখনও সবকিছু বড় বিষাদ লাগে
কখনওবা অতি অমিয়
কখনও আমি মৃত্যুঞ্জয়ী
অথবা মৃত্যুই আমার প্রিয়!
পথ আমার কর্দমাক্ত
পা বসালেই যাচ্ছে ডুবে
এক পা যদি শূন্যে
অন্য পা থাকছে ডুবে
পথ যদি চিরদিন এমনই হয় প্রভু
চলার শক্তি দিয়ে লাভ কি ভবে?
সবকিছু আমার ওলট-পালট, উথাল-পাতাল
সবকিছু আমার ধূসর-নীল, পোড়া-মাতাল।