সম্মানিত ব্লগারবৃন্দ কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আছি একপ্রকার। পর সংবাদ আমার লেখা ব্লগ “শেয়ার বাজারে জুয়া থেকে দূরে থাকুন” লিখা টি আপনাদের নিকট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমার ওই লিখার মুখ্য উদ্দেশ্য ছিলো আপনাদের সতর্ক করা। লিখাটি আপনাদের ভালো লাগায় আমি আন্তরিক ভাবে সন্তুস্ট।আজ আবারো আপনাদের সতর্ক করার জন্য লিখছি।বর্তমান শেয়ার বাজার অতিমুল্যায়িত, যে কোন ভাবে মহা বিপর্যয় দেখা দিতে পারে, তাই স্পর্শকাতর সময়ে আপনাদের সাবধান করছি। আজ আমি আপনাদের সরা সরি কম্পানির নাম উল্লেখ করে কিছু তথ্য দিব। যা আপনাদের কিছুটা নিরাপদ থাকতে সহায়তা করবে।
১) কাসেম সিল্কঃ এটি একটি শিল্প কারখানা এবং উতপাদনে নাই।গত ৩ বছর লোকসান দিয়েছে। বন্ধ এই কোম্পানির, শেয়ারের দাম তাও বাড়ে। কি আশ্চর্য!!!
২) বিচহ্যাচ (বিচহ্যাচারী)ঃ এটি জেড ক্যাটাগরির শেয়ার, কয়েক দিন আগেও এই শেয়ারের দাম ৪৬ টাকা আছিলো, এখন দাম বাড়তে বাড়তে ৭৬ টাকায় ঠেকছে। ভিত্তিহীন ফাও কম্পানি(জেড ক্লাস) এই শেয়ারের পিই ৫১.৪৩। চলতাছে জুয়া ধুমায়া।
৩)সিটিজি ভেজ(চিটাগাং ভেজিটেবল)ঃ এই শেয়ারের কোন পিই-ই নাই। ডিসেম্বরেও এইটার দাম ছিলো ১১০ টাকা, হাস্যকর ভাবে এইটা ৩০০ টাকায় ঠেকেছে।
৪) গ্রামীন ফোনঃ এই টা ভালো শেয়ার, কিন্তু ১০ টাকা মুল্যের এই শেয়ার আকাশে রকেট উতক্ষেপনের মতম দাম উঠতাছে। আল্লাহ মালুম কই যাইয়া ঠেকবে। দাম বাড়ার কারন কী? একটা নির্দিস্ট কারন থাকতে হবে। কোন ডিবিডেন্ট / রাইটশেয়ার/ লভ্যাংশ কিছুই দিচ্ছে না, খালি দাম বাড়ে। যদি কেউ ভাবে কিনমু আর দাম বাড়লেই বেচমু, তাহলে সে মফিজ ছাড়া কিছুই না। এইশেয়ারের পিই ২৬.৪৬। হুজুগের উপরে মফিজেরা কিনছে। মার্কেট কারেকশান হলে উনারা হায় হায় করবে আর জুয়ারি রা মুখে রুমাল চেপে ধরে হাসি থামানোর চেস্টা করবে।
** বাজারের ৮০% শেয়ারই অতিমুল্যায়িত, ভাই সকল তাই যা করবেন সাবধানে। সব গুলা শেয়ারের বর্ননা দিতে গেলে আমার ৭ দিন ধরে ব্লগ লিখতে হবে। তাই কয়েকটা শেয়ার নিয়ে লিখলাম।
** একটা ঘটনা বলি- সালমান এফ রহমান জেল থেকে ছাড়া পাবে এই কথা বাজারে আসতেই, কারনে বেক্সিমকো গ্রুপের সব গুলা শেয়ারের দাম বেড়ে যায়। আরে ভাই আমি বলি - সালমান এফ রহমান কি টাকার বস্তা নিয়া বাইর হইছে জেল থেকা ? নাকি আলাদিনের চেরাগ পাইছে বেক্স-গ্রুপ যে খালি লাভের উপর লাভ করবো আর শেয়ারের দাম বাড়বে?
** বাজারে অনেক নতুন বিনিয়োগ কারি ধুকেছে। বাজার মুলধন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নতুন বিনিয়োগকারিরা অনভিজ্ঞ ও অপরিপক্ক, হুজুগের বশে বিনিয়োগ করছে আর তাই সব শেয়ারই আকাশ ছোয়া।
** অনেক ব্রোকার হাউজ উপজেলা সদর/ মফঃসলে হাউজ খোলার অনুমতি পেয়েছে। আর মফিজদের ভিড় বেড়ে গিয়েছে। এইসব মফিজেরা সাধারনত ছাত্র, বেকার, ভবঘুরে, চাকুরিজিবি,ব্যাবসায়ী,শিক্ষক,নার্স,ইউপি মেম্বার-চেয়ারম্যান ইত্যাদি, যারা শেয়ার সম্পর্কে আগে কিছুই জানে না। তাই রেগুলার বিনিয়োগ কারীরা ঝুকির মুখে আছে। আর জুয়াড়িদের রম রমা বানিজ্য চলছে। জুয়াড়িরা সুজুগ বুঝে সরে পড়লে, মফিজের দল ধংস হয়ে যাবে। হায় হায় করবে আর দোষ চাপাবে সরকারের উপর।বর্তমান মতিঝিল শেয়ার মার্কেটে গেলেও প্রচুর নবাগতদের দেখা পাবেন।
**তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা কি করবেন???
আমার উত্তরঃ অপেক্ষা করুন একটু। ১-২ মাস। বাজারে অনেক নতুন শেয়ার আসছে। অনেক গুন গত বৈশিস্ট্যের শেয়ার আসছে। আপনার পুজি এখন অতিমুল্যায়িত শেয়ার কিনে শেষ করবেন না। অনাগত ভালো শেয়ারের জন্য আপনার টাকা সঞ্চয় করে রাখুন। আর হ্যা, বাজারে এখনো কিছু শেয়ারের দাম কম আছে, শেয়ার গুলোও অনেক ভাল কোয়ালিটির। কিনে রাখতে পারেন। আর অনাগত শেয়ারের জন্য চোখ রাখুনঃ http://www.dsebd.org
ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।