মাননীয় সরকারের নেতা গন
কেমন আছেন? ভালোতো? আশা করি ভালো আছেন। পর সংবাদ আপনাদের সংবাদ জানতে না চাইলেও আমরা জানতে বাধ্যহই। বি টি ভি, এ টি এন, চ্যানেল আই সহ সব চ্যানেল এবং সংবাদ পত্র আপনাদের সংবাদ জানাতে সিদ্ধ হস্ত। আপনাদের খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত সব খবর এদের মাধ্যমে পাই। তবে জনাব গন আমাদের খবর রাখছেন কি? আমরা কে কেমন আছি, কি ভাবে আছি? জানি আপ্নারা রাখেন না, রাখার কথাও না। কিন্তু কিছুই কি আপনাদের কানে পৌছায় না? নাকি না জেনে থাকার ভান করছেন?
মনে না থাকলে মনে করিয়ে দেই
- আপনাদের নির্বাচনি ইস্তেহারে ছিলো আপ্নারা ঘরে ঘরে চাকরি দিবেন, সেই চাকরি কই? আপ্নারা কি বোঝেন বেকারত্তের যন্ত্রনা? কি ভাবে ধুকে ধুকে বেচে থাকে একজন বেকার? আপনারা হয়তো ফাকা বুলি আওরাইছেন যুবা দের ভোট নেয়ার জন্য। কিন্তু আঘাত দিয়েছেন সেই বেকার যুবকদের।
- আপনারা শুল্ক মুক্ত গাড়ি দিবেন সংসদের জন্য। আরাম আয়েশ বিলাসী জীবন আপনাদের কিন্তু আমাদের কথা কি একটু ভাববেন?ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কথা? কিভাবে মানুষ বাদুর ঝোলা ঝুলে অফিসে যায়? বুঝবার কথাও না, কারন আপনারা যখন রাস্তা দিয়ে চলাচল করেন তখন আপনাদের পালিত পুলিশ বাহিনি জনগনকে হুমকি ধামকি এবং বলপ্রয়োগ করে রাস্তা খালি করে দেয়। মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আর ভাবি যে দেশের মালিক আসলে কারা?
- আপনারা বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধ করবেন বলেছিলেন কিন্তু ক্রস ফায়ার চলতাছে। ভালই হইছে ক্রস ফায়ার চলতাছে। তয় আপনাদের স-রাস্ট্র মন্ত্রী মিথ্যা কয় কেন, দেশে ক্রস ফায়ার চলতাছেনা? ডাইরেক্ট ডিক্লেয়ার দিক, কত জনের লাশ ফালাইবো আর নাম গুলাও বইলা দিক। যারা বিরোধিতা করবে তারা হয় জঙ্গি অথবা রাজাকার । কার সাহস আছে বিরোধিতা করার?
- আপনাদের নির্বাচনী ওয়াদা ছিলো দ্রব্যমুল্য কমাবেন। ভালো কথা কিন্তু যেই জিনিসের দাম কমাতে পারবেন না, সেইটার ওয়াদা করেন কেন? আপনি কি দেখাতে পারবেন খাদ্যদ্রব্যের দাম ২০০৬ থেকে ২০১০ এ কমে পাওয়া যাচ্ছে? বুজলাম না আপনাদের ওয়াদার কি হল।
- পদ্মা সেতু করতে পারবেন তো? হাতে আছে আরো ৪ বছর, ওয়াদা করেছিলেন কিন্তু মনে করিয়ে দিলাম।
- গরম কাল আসার আগেই লোডশেডিং শুরু হইছে। অবশ্য আপনাদের টের পাওয়ার কথা না, আপনাদের বাড়ি-গাড়ী সব এসি, আছে সার্বক্ষনিক বিদ্যুত সরবরাহ। আপ্নারা দেশ রে বিদ্যুতে উদৃত্ত করবেন বলেছিলেন। মনে আছে তো? হাতে আছে আরো ৪ বছর, ওয়াদা করেছিলেন কিন্তু মনে করিয়ে দিলাম।
আমাদের জাতির পিতার খুনিদের ফাসি হইছে, এই উপলক্ষ্যে আপনারা আরো ৬ মাস উতসব করবেন ভালো কথা আমরা বাড়তি কিছু চাইনা। শুধু ওয়াদা গুলা পুরন করেন। সময় প্রতিদিনই শেষ হইয়া যাইতেছে।