সুজন ভাই,পাইলট ভাই,দুর্জয় মামা এবং বুড়া চাচা রকিবুল!
প্রথমেই বলি আপনারা না থাকলে আজ আমরা এখানে পৌছাতে পারতাম না সত্যি।আমরা আপনাদের অবদান ভুলি নাই!
আর পাইলট ভাই,আমরা আপনার কাছ থেকে এমন মন্তব্য আশা করছিলাম না!বড় কষ্ট পাইছি আমরা! এখন আপনাদের কিছু কথা মনে করায় দেই!
একটা মিল জানেন আগের সমর্থক আর এই সমর্থক দের মধ্যে?
আমরা আপনারা যখন খেলতেন তখনও দলকে সমর্থন দিতাম! আজও এই বাংলাদেশ কে সমর্থন দেই!
আমরা জানতাম আপনারা হারবেন!তাও বসে থাকতাম কখন হয়তো একটা ৪ হবে!খুশিতে মেতে উঠবো সবাই! ধীরে ধীরে আমাদের সবপ্ন সত্যি হল! এখন আমরা জয়ের জন্য প্রতি ম্যাচ এ খেলতে নামি!
আপনাদের পাশে থাকতাম বিপদের সময়!শুধু আপনারাই আমাদের কাছ থেকে কিছু শিখলেন না!
কিন্তু একটা পার্থক্য কি আপনারা জানেন আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এর মধ্যে?
আপনারা যখন ১০০ এর নিচে অল আউট হইতেন আমরা জানতাম পরের খেলাতেও একই রকম স্কোর এ আবার আঊট হবেন!এখন আমরা জানি ৫৮ করার পরের ম্যাচ এ আমরা জয় ছিনিয়ে আনতে পারি!
একটু মনে করে দেখুন না!আপনারাই ওয়েস্ট ইন্ডিজ এর সাথের ম্যাচ এর পর প্রথম আজে বাজে কথা বলে দলের স্পিরিট টা নষ্ট করতে গেছিলেন!যেখানে আপনারাই ছিলেন এমন লজ্জাজজনক স্কোর করার মহা অভিজ্ঞ খেলোয়াড়।আপনাদের কি উচিত ছিল না দলের পাশে থেকে সাহস দেওয়ার?
উল্টা দলের বিপর্যয় এর সময় আপনারা করলেন অধিনায়ক কে অপমান! কী ভুলটা সে করছিল?শুধু আপনাদের ক্যারিয়ারটার কথা মনে করায় দিছিলো!মিথ্যা কোন কথাটা বলেছিল বলেন তো? ব্যাস হয়ে গেলো বেয়াদবি!আপনারা দলকে খোচায়ে কথা বলতে পারবেন আর একজন তার জবাব দিলেই দোস হয়ে গেল????
আর মিডিয়ার নোংরা মানসিকতার সাংবাদিকেরা আয়ারল্যান্ড এর ম্যাচ এর পরের সাক্ষাতকার এর অংশ কেটে দেখালো পরের ম্যাচ এর ভয়াবহ বিপর্যয় এর পর!দেশের মানুষ ভাবলো আমাদের অধিনায়ক কতটা দায়িতব জ্ঞানহীন!ধিক্কার ওই সাংবাদিক দের!
ভারত এর সাথের ম্যাচ এর পর শফিঊল এর বিপদ এর সময় মানুষ তার পাশে ছিল বলেই আজ দুইটা ম্যাচ জয় এর নায়ক সে!!তখন আপনারা তাকে নিয়ে কি বলেছিলেন মনে পরে?
আমরা এখনও আশায় বসে থাকি আশরাফুল এর ফর্মে ফেরার অপেক্ষায়!কষ্ট পাই মাশরাফি ইনজুরি তে পড়ার সময়!শাহরিয়ার নাফীস না খেলায়!অলক কাপালি হারিয়ে যাওয়ায়!আফতাব এর ঝড়ো ব্যাটিং না দেখতে পাওয়ায়!
আমরা সমর্থকরাও গালি দেই!কিন্তু সেটা যতটা খেলোয়াড় দের কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় আপনাদের এই কটু মন্তব্য গুলি!
আপনারা কি এটা জানেন না ? আজ যদি ওরা এমন না খেলতো আপনাদের মিডিয়াতে মুখ দেখানোর আর কলাম লিখে টাকা কামানোর প্রশ্নও আসতো না?
আজ সিধু যখন বাংলাদেশ কে নিয়ে অপমানকর কথা বলে আপনারা কোন প্রতিবাদ করেন না!
প্রতিবাদ করে একজন সমর্থক!আপনারা কেন প্রতিবাদ করবেন?আপনাদের ক্যারিয়ার নিয়ে মন্তব্য করায় তখনতো আপনারা দলের দুর্নাম করায় ব্যস্ত! এমনকি নিঊজিল্যান্ড কে হোয়াইট ওয়াশ করাকেও ছোট করে দেখতে বাদ দিলেন না!বড় করে বলতে লাগলেন ওটার চেয়ে হিথ স্ট্রীক এর জিম্বাবুয়েকে হারানো ছিল আরও কঠিন!বলতে লাগলেন এই দল খালি জিম্বাবুয়ের সাথে বেশী বেশী খেলে র্যাংকিং বাড়ায়!অথচ দেশের ১৪ কোটি মানুষকে ওরা কতবার আনন্দ অশ্রুতে ভিজালো ওটা ভুলে গেলেন!
এখন আমরা নিজেরাই লজ্জায় মুখ লুকাই!১০ বছর আগে কাদের সমর্থন দিতাম আমরা!মনে হয় কারা জানি আমাদের ধোকা দিল!
এমন সুখের পাখির দরকার নাই আমাদের!আমরা এমন কিছু মানুষদের দেখতে চাই যারা সব সময় থাকবে দলের পাশে!যারা গর্ব করে বলবে “জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ!আমরা আছি তোমাদের পাশে!”