আমি পৃথিবীকে ঘৃণা করি।
আমি ঘৃণা করি এর আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চিকে...
ঘৃণা করি হেলমেট-বুট আর কাগজে ছাপা এর ফাঁপা শীর্ষকে,
ঘৃণা করি জীবনের শিকড়ে লেপ্টে থাকা ওই শ্রেষ্ঠত্বের যুদ্ধকে-
যাকে তুমি "প্রকৃতি" বলে পূজো কর...
.
আমি ঘৃণা করি জীবন নামক সংক্রামক অসুখটাকে, ঘৃণা করি বেঁচে থাকা সবকটা অসুস্থ মানুষকে-
যারা না বুঝেই কাটিয়ে দেয় বিশাল একটা অসুখী জীবন...
সে জীবনেও হর্ষ আছে।
হর্ষ আছে নির্বোধ সুন্দর প্রকৃতিতে,
হর্ষ আছে বিছানার নির্বোধ মানুষটিতে..
কিন্তু সুখ নেই...
আর নেশার ঘোর বেশীদিন থাকে না...
.
আমি ঘৃণা করি সমস্ত সৃষ্টিকে।
ঘৃণা করি অযত্নে বেড়ে ওঠা এর প্রতিটি নির্লিপ্ত নিয়মকে।
যে নিয়মে তুমি খুন কর প্রতিদিন- শুধুই বেঁচে থাকার জন্য..
.
আমি সেদিন স্বেচ্ছায় জন্মাইনি,
জন্মাতাম না কোনদিনই- যদি তা আমি পারতাম।
কিন্তু সে ক্ষমতা আমার নেই, নেই আমাদের কারোরই।
আর তাই এই বিশাল জেলখানাটায় প্রতিদিন আসে নতুন কিছু মানুষ - অবুঝ কিছু কান্নায়..
আরো আসে গুলি খাওয়া কিছু হাঁস, জবাই হওয়া গরু আর গলা কাটা কিছু মোরগ।
জেল খেটে যায় সবাই- বিনা দোষে- সারাটি জীবন,
আর আজীবন মুখবাঁধা রিমান্ডে পড়ে থাকে প্রতিবন্ধী কিছু শিশু..
.
আমি তোমাকে ঘৃণা করি স্রষ্টা।
ঘৃণা করি সবথেকে বেশী- যদি তুমি থাকো,
যদি তুমি কষ্ট দিয়ে সুখ পাও,
অথবা দাবী কর আত্মভোলা বিশাল কোন অমানুষ হবার।
তুমি অথর্বই...
জীবন সৃষ্টির কোন অধিকার তোমার নেই।
কখনো ছিলও না...
.
মাঝে মাঝে মায়া লাগে, জানো?
মায়া লাগে অসহায়, বন্দী এই সত্ত্বাগুলোর জন্য,
যখন তারা ক্লান্ত হয় জীবনের জাজ্বল্যমান শৃংখলকে ভুলে থাকার ব্যর্থ প্রয়াসে,
যখন তারা হাল ছেড়ে মাথা নোয়ায় সময়ের নির্বিকার স্রোতের কাছে,
যখন তারা দিন শেষে আঁধারে হাঁটু গেড়ে কাঁদে...
.
ঠিক তোমার আর আমার মত...
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২