
পত্রিকা আর ব্লগ থেকে ইতিমধ্যে সবাই খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত নাটকের দুপক্ষের অভিনয় দেখেছেন। হাসিনা/খালেদা কে কতটা খারাপ সে আলোচনা এবং এ ঘটনার ফলাফল বিশ্লেষন চলছে সর্বত্র। এ লেখা তাদের কারো পাপমোচনের জন্য নয়। শানশৌকতে পরিপূর্ণ এ বাড়িটি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং একাধিকবারের প্রধানমন্ত্রী বৈধ ভাবে অর্জন করেছিলেন কিনা বা এমনকি আমাদের অন্যান্য নেতা/কর্মী/সেনাবাহিনী কর্মকর্তা/ব্যাবসায়ী/সচিবরা কতটা অর্জন (!) করেছেন তা নিয়ে তুলনা করাটাও এ লেখার অনুপ্রেরনা নয়। ফেসবুকে একটি এলবামে এ যাবৎ পত্রিকায় প্রকাশিত বাড়িটির ছবিগুলো দেখে একটা উপলব্ধি থেকে এ লেখা।

আমার নজর কেড়েছে বাড়ির উঠোনে অনেকটা নীভৃতে, অযত্নে, ভগ্নপ্রায়, রংচটা, আস্তর ঊঠে যাওয়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যটি। যে মানুষটির আর্থিক সততা নিয়ে তার শত্রুরাও কথা বলতে সাহস পায় না, তাকে বাড়ির ভেতরে কোথাও আমার চোখে পড়েনি, পড়ার কথাও না, কারন এটা বিএনপির অফিস নয়, এটা একটা বাসা। এখানে জিয়াউর রহমানকে ব্যাবহার করার সুযোগ খুব একটা নেই।

আমি নিশ্চিত, এ বাড়িটির ভেতরে থাকার চাইতে বাইরে থাকতেই জিয়াউর রহমান স্বাচ্ছন্দ বোধ করছেন। এই সুবুদ্ধিটুকু দেখানোর জন্য জিয়া পরিবারকে অভিনন্দন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৫