
দেশে আবার ফিরে আসছে হরতাল। কাউকে কি অভিনন্দন দেব?
না থাক। তার চাইতে একটা ঘটনা বলি।
-----
এখানে, অস্ট্রেলিয়াতে দেখেছিলাম এক মজার 'হরতাল'।
একদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একখান ইমেইল দিয়ে জানাল যে, অমুক সংগঠন এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদী বৃদ্ধির দাবীতে অমুকদিন আন্দোলন ঘোষনা করেছে।
ভাল কথা। তো কথাটা সেই সংগঠনের কাছ থেকে না শুনে শুনতে হল কর্তৃপক্ষের কাছ থেকে। এর মাজেজা অন্যত্র।
কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে চায় যে, যারা এই দাবীর সাথে একাত্বতা জানিয়ে সেদিন কাজে বিরতি দিতে চায় তাদেরকে এক ইমেইলের জবাবে তা উল্লেখ করতে হবে। তবে সেদিন তাদের ছুটি হিসেবে গন্য হবে এবং এ জন্য কাউকে কোন হেনস্তা পোহাতে হবে না।
তবে যারা এই দাবীর সাথে একাত্বতা ঘোষনা করবে না, দাবী আদায় হলে তারা এর কোন সুবিধাও পাবে না!!!
----
নির্দিষ্ট দিনে দেখলাম আধ ডজন মানুষ বিশ্ববিদ্যালয়ের একটি আইল্যান্ড এর মাঝে কয়েকটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে। আশেপাশ দিয়ে যাওয়া কোন গাড়ির সাথে যেন অসাবধানতাবশত ধাক্কা না লাগে সেজন্য গায়ে সবুজ হলুদ লুমিনাস পেইন্ট লাগানো জামা।
দাবী আদায় হয়েছিল কিনা তা আর জানা হয়নি।