
প্রচন্ড অভিমানে ঠিক করেছিলাম, বাংলাদেশের খেলা নিয়ে আর কিছু লিখব না। হতে পারে আজকের ম্যাচে আশরাফুল একটা ভাল বলে আউট হয়েছে, হতে পারে সাকিবের ঐ মুহূর্তের শটটা এটাই প্রমান করে “মিঃ কুল হেড” হতে এখনো অনেক দূর যেতে হবে ওকে, অথবা এটাও হতে পারে, লোটাস কামালকে জবাব দেবার জন্যই ওর এত চেষ্টা। কিন্তু সবাই? এমন তাসের ঘরের মত ভেংগে পড়ল আমাদের ব্যাটিং লাইন আপ!!
যারা ইতিমধ্যেই ভুলে গেছেন, তাদের জন্য একটু মনে করিয়ে দেই অনেক বছর আগে ২০০৩ সালে পাকিস্তানের পেশোয়ারে খেলা টেস্টটির কথা। জাভেদ ওমর আর হাবিবুল বাসার সেবার ব্যাট করছিলেন ১৩ রানে প্রথম উইকেটের পতনের পর। ৯৭ রান করে হাবিবুল বাসার আউট হলেও দাঁড়িয়ে ছিলেন জাভেদ ওমর। ১১৯ রানে যখন জাভেদ ওমর আউট হলেন, বাংলাদেশের স্কোর তখন ৩১০/৩। অনেক আশা নিয়ে সেদিন খেলা দেখতে বসেছিল সারা বাংলাদেশ। কিন্তু না। শোয়েব আখতারের রিভার্স সুইং এ ভরা এক স্পেলে গুটিয়ে যায় বাংলাদেশ। মাত্র ৩১ রানে পতন হয় ৬ টি উইকেটের। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩৬১ রানে অলআউট। ২০১০ সালে আজকের এই দিনে কি এর পুনরাবৃত্তিই দেখলোনা বাংলাদেশ?
কোথায় জানি একটা বৃত্তে আটকে আছি আমরা, কিভাবে কিভাবে জানি শেষ পর্যন্ত আমরা হেরেই যাই। এই ব্লগে ধুমায়ে গালি দিতে পারি আমরা, কিন্তু কিছুতেই যেন কাটিয়ে ঊঠতে পারছি না। আজকে, আমাদের খেলোয়ারদেরকেই তাই ঠিক করতে হবে, তাদের সমস্যাটা কোন জায়গায়। আমার দৃষ্টিতে সমস্যাটা খেলোয়ারদের সামর্থের অভাবের কারনে নয়, সমস্যাটা মানসিক। মনের কোন এক কোনে তাদের এমন কি কোন সমস্যা লুকিয়ে আছে যার ফলে তারা শেষ পর্যন্ত আর পারছে না? আপনারা কি বলেন?
(প্রতিজ্ঞা করা হয় নাকি ভেঙ্গে ফেলার জন্যই, তাই এ নিয়ে আবার লিখে ফেললাম)