প্রথমার্ধের খেলায় ৪-০ তে পিছিয়ে থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ দ্বিতীয়ার্ধের খেলায় ও পিছিয়ে যাচ্ছে । বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা "হেফাজত" নেমেই ভাল খেললেও মাঝ মাঠে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ১০ জনের দল নিয়েই বিম্পি তখন একের পর এক কাউন্টার এটাক সামলাতে ব্যাস্ত ঠিক তখনই গাজীপুর থেকে বল নিয়ে ডি বক্সের ঠিক কোনা কুনি এক জোরালো শটে দলকে কাঙ্খিত সাফল্য এনে দেন এ্যাটাকিং মিড ফিল্ডার মান্নান ।
কিছুদিন আগে মারাকানায় স্পেনের লাল দুর্গে একের পর এক কামানের গোলা মেরে বিদ্ধস্ত করে জিতে নেয় কনফেডারেশন কাপের শিরোপা । তাই শুরুটা ফুটবলের সাথে মিল রেখেই করলাম ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হেফাজতের আর এরশাদ কাকুর বিশেষ দোয়া নিয়ে এম এ মান্নান (১৮ দল) এগিয়ে মোটামুটি ভাল ব্যাবধানে । ছাত্রলীগ,যুবলীগ হেন লীগ নেই যে গাজীপুরে যায়নি আজমত উল্লাহর হয়ে প্রচারণার কাজে । যেমন গিয়েছিল নারায়ণগঞ্জে শামিম উসমানের পক্ষে ।
মাথা পিছু ৫০০ ব্যাক্তি বিশেষ ১০০০ থেকে ১৫০০ পর্যন্ত টাকা দেয়া হয়েছে ছাত্রলীগ কর্মীদের । গিয়েছিলেন আরিফ খান জয়ের মত মাঠে পিস্তল নিয়ে খেলা দেখতে যাওয়া আওয়ামী ক্যাডাররাও ।
ব্যালট জনগণের হাতে সিল জনগণের হাতে সুতরাং জনগণ চাইলে যে কাউকে পুটকি মেরে ছেড়ে দিতে পারে । তাই বলছি বাংলার জনগণ কে নিয়ে খেলবেন না মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় বিরোধী দলীয় নেত্রী । এই পাগলা জনগন খেপলে কি করতে পারে সেই ধারনা আমাদের রাজনৈতিক নেতারা মনে হয় ভুলতে বসেছে । সময় এসেছে দেখিয়ে দেয়ার ।
পাগলা লে হালুয়া ।