প্রিয় মা !
মা গো ,আমরা বরারবই তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ছিলাম ! শুধু ছোট বেলায় দুষ্টামির জন্য মার খেয়েছি , কান মলা খেয়েছি । তারপর আমরা আর দুষ্টামি করিনি । মা আমরা আজ অনেক বড় হয়েছি । অনেক বড় ! যতটা বড় হলে দুনিয়া শুদ্দ মানুষ তাকিয়ে থাকে আমাদের দিকে । কেন আজ দেখনি পত্রিকার পাতায় আমাদের ছবি ছাপা হয়েছে
সারা দেশের মানুষ আমাদের দেখেছে । মা টেলিভিশনেও আমাদের দেখিয়েছে । শুধু তুমি দেখলে না ; আমাদের গ্রামে ত মা বিদ্যুত নেই , ডিশ নেই দেখবে কি করে ? আর তুমি ত মা পড়তে জান না পত্রিকায় কি লেখা সেটাই বা কি করে বুঝবে ?? বাবা ও জানল না তার ছেলের ছবি আজ দেশের সব গুলো পত্রিকায় এসেছে ! জানবেই বা কি করে চাষা মানুষ সারদিন মাঠে কাজ করে । মা তুমি চিন্তা কর না , আমরা আজ অনেক শান্তি প্রিয় - অনেক শান্ত ছেলে ! দেখনা দেশের সব গুলো বিশ্ববিদ্যালয়ে আমাদের সুনাম । আমরা এখন এ দেশের সোনার ছেলে । মা ! তোমাকে ত একটা কথা বলাই হয়নি আর কিছু দিন বাদে তোমার শান্তি প্রিয় শান্ত ছেলেদের ছবি প্রতিদিন পত্রিকায় ছাপা হবে !!! পড়তে না পার কি হয়েছে দেখতে ত পাবে



১. ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫ ০