আমি সেই গুলিবিদ্ধ বালিকা
এখন আর কেউ আমাকে আটকায় না,বলেনা তুই কই যাস ।
আমার কাছে সারা দুনিয়া এখন বাড়ির উঠোনের মত !
কাঁটাতার নেই কোথাও ।নেই হিংস্র হায়েনার লুলোপ চাহনি



আমার বুকের ঠিক মাঝ খানে ওরা গুলি করেছিল । কি নির্ভুল নিশানা ছিল আমার বুক । আচ্ছা গুলিটা কি শুধু আমার বুকে লেগেছিল ?????
আমার গুলিবিদ্ধ লাশ যখন কাঁটাতারে ঝুলছিল তখন তোমাদের শিক্ষিত বিবেক কি একটুও আহত হয়নি ????????
আমি সেই গুলিবিদ্ধ ফেলানি বলছি--আজ যদি তোমরা রুখে না দাঁড়াও তাহলে একদিন এই বাংলাদেশের মানচিত্র আমার মত গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলবে । রক্তে ভেসে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সবুজ ভূমি । আমি চাইনা আমার মত আর কারো লাশ এই ভাবে ঝুলে থাক সমগ্র জাতির বিবেকের মুখে কালি মেখে দিয়ে ।