একুশে বইমেলা ২০১২-র নতুন বই প্রকাশের সংখ্যা বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের হিসাব ধরলে সঠিক তথ্য পাওয়া যাবে কি? অনেক নতুন বই তো তথ্যকেন্দ্রে জমা দেওয়া হয় না। সেগুলো অবশ্যই হিসেবের বাইরে রয়ে যায়। সেই বিবেচনায় তথ্যকেন্দ্রে পঞ্চাশ ভাগ বই জমা পড়ে। তথ্যকেন্দ্রের মাইকে একবারের ঘোষণার জন্য অনেকেই বই জমা দিতে আগ্রহী হয় না। মোড়ক উন্মোচনের জন্য বাড়তি ফিস দিয়ে কাহাতক অপচয় কে করতে চায়? বইমেলার শেষ দিন অব্দি নতুন বই আসা অব্যহত থাকবে। সেক্ষেত্রে আমরা বইমেলাতে প্রকাশিত নতুন বইয়ের মাঝ থেকে উল্লেখযোগ্য বইয়ের সঠিক তালিকা করতে গেলেও শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো কি? অপেক্ষা করা হয়তো সমিচিন হতো। তারপরও এই সময় পর্যন্তই আমাদের প্রত্যেকের চোখে পড়ার মতো বই আমরা বাছাই করতে পেরেছি নিশ্চয়! যারা বইমেলাতে নিয়মিত যাচ্ছেন, প্রতিনিয়ত নতুন বইয়ের খোঁজ নিচ্ছেন, তারা নিশ্চয় মনে মনে উল্লেখযোগ্য কিছু বইয়ের তালিকা করেছেন। নিজ নিজ তালিকা থেকে আপনার বিবেচনায় উল্লেখযোগ্য কিছু বইয়ের তালিকা নিউজ আওয়ার্স বিডির সাহিত্য পাতা চিলেকোঠার জন্য পাঠাতে অনুরোধ করছি। আমরা প্রত্যেকের নিজ বিবেচনায় উল্লেখযো্গ্য কিছু বইয়ের তালিকা পাঠকের বিবেচনার জন্য প্রকাশ করতে চাই।
তাহলে করে ফেলুন আপনার বিবেচনায় উল্লেখযোগ্য বইয়ের তালিকাটি!
১. কবিতার বইয়ের নাম, লেখকের নাম ও প্রকাশনীর নাম। ২. গল্পের বইয়ের নাম, লেখক ও প্রকাশনীর নাম। ৩. উপন্যাস, লেখকের নাম ও প্রকাশনীর নাম! ৪, প্রবন্ধ, লেখক ও প্রকাশনীর নাম। ৫. বিষয়ভিত্তিক বই: নাটক, সীনেমা, সাংবাদিকতা ও ভ্রমন ইত্যকার নানান বইয়ের মধ্যে বাছাই করা শুরু হোক।
আপনার তালিকাটি মেইল করে দিন: [email protected]
চিলেকোঠা