অনেক সময়ই ডাক্তারের কাছে সব প্রশ্ন করার সময় বা সুযোগ হয়ত আপনি পান নাই। কিংবা প্রশ্ন করেও যে উত্তর পেয়েছেন তা আপনার মনপূত হয়নি।
১। আপনার রোগের ব্যাপারে আপনার কি কোন প্রশ্ন আছে ?
২। ডাক্তারের দেওয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা / ল্যাব টেস্টের ব্যাপারে কোন প্রশ্ন আছে?
৩। যে চিকিৎসা বা ঔষধ আপনার সেবনের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে কোন দ্বিধা বা প্রশ্ন আছে?
৪। চিকিৎসা শুরুর পরে আপনি কি কোন সাইড এফেক্টে ভুগছেন?
৫। যেই ব্রান্ডের ওষুধ ব্যবহার করছেন সেইটা কি বেশি দামী? কোন জেনেরিক কমদামী ওষুধে সুইচ করতে চান?
৬। এমন কোন ব্যাপারে অসুবিধা হচ্ছে যা মুখ ফুটে ডাক্তারকে বলতে পারছেন না?
নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে এই ব্লগ পোস্টের মন্তব্যে আপনার যে কোন প্রশ্ন রেখে যান। যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশের ডাক্তাররা ইংরেজিতে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লিখেন। অনেকে সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করেন। অনেকের হাতের লেখা খারাপ। অনেক কারণেই ভুল বুঝা বুঝি হতে পারে। ২০০৩ সালে আমেরিকাতে একটি গবেষণা পত্র থেকে জানা যায় যে আমেরিকায় প্রতি বছর মেডিকেল এরর থেকে মারা যায় ৭৮৩,০০০ এর ও বেশি মানুষ এবং এর ভিতরে প্রেসক্রিপশন ড্রাগ এর ভুল ব্যবহার থেকে মারা যায় ১০৬,০০০ জন মানুষ ।[১]
বাংলাদেশে এই রকম কোন জনমিতি রেকর্ড করা হয় না এখনো। তারপরেও, বাংলাদেশের সংখ্যাটাও অনেক মারাত্মক হওয়ারই কথা। আপনার চিকিৎসা পদ্ধতি ও ওষুধের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। প্রশ্ন করে জেনে নিন।
--------------------
১। তথ্যসূত্র