জানা নাই।
কত জন কচি মাইয়া বিয়া করে?
মোটামুটি সবাই!
তবে কতজন কচি কচি মাইয়াগো ধইরা জোর কইরা যৌন কর্মে বাধ্য করে?
এইটা তো দুনিয়ার কোন দেশেই ঠিক মত জানা যায় নাই!!!
শুধু বাংলাদেশ নয়। শিশুদের উপর যৌন নির্যাতন সমস্ত বিশ্ব জুড়ে একটা বিভীষিকাময় ট্যাবু সাবজেক্ট ! সব দেশে, সব কালে, প্রায় সব পরিবারে অন্তত একটা ঘটনা পাওয়া যাবে , যেখানে কোন না কোন শিশু যৌন নির্যাতনের শিকার! অথচ , এটা নিয়ে কেউ কোন কথা বলে না। হঠাৎ হঠাৎ পত্রিকায় 2/1 টা খবর আসে, কয়দিন হইচই হয়, তারপর আবার সব চুপচাপ!
যে শিশুটি এই নির্যাতনের শিকার, সে কিন্তু সারাজীবন ধরে একজন খন্ডিত মানব হিসেবে রয়ে যায়, যদি বেঁচে থাকে! প্রতিনিয়ত ক্ষত বিক্ষত নারকীয় যন্ত্রনায় কাটতে থাকে একটি রক্তাক্ত আত্মা, একটি জীব নয়, জীবাশ্ম !
এটি এমন একটি ঘটনা , বাবা মাকে বলা যায় না, বড় হয়ে মামলা করার , ন্যায়বিচার পাবার কোন উপায় থাকে না, শরীর -মন-সম্পর্ক সব কিছুকে একটা ম্যালিগন্যান্ট ক্যানসারের মত কুরে কুরে খেয়ে ফেলে । সামাজিক ভাবে নিগৃহিত হওয়ার ভয় থাকে। থাকে , " বলে কি লাভ? কেউ কি বুঝবে!" - ধরনের হতাশা! কখনো কখনো আত্মহত্যার মধ্য দিয়ে যার অবসান ঘটে!
সঠিক সংখ্যাতত্ত্ব কেউই দিতে পারে না। কোন দেশই বের করতে পারেনি , আসলে কত শিশু ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়। সেই নির্যাতনের কিছু কিছু স্ট্যাটিসটিক্স নানান রিসার্চ বা সারভে থেকে জানা গেছে , খন্ডিত ভাবে, তবু যতটুকু জানি আমরা , সে বড় ভয়ংকর!
কেবল অ্যামেরিকার কিছু কিছু তথ্য দেই। এরপর চেষ্টা করবো , ঘরের কাছের খবর দিতে!
শিশুদের উপর যৌন নির্যাতনের হার ঃ
মেয়ে শিশু - 8% - 71 %
ছেলে শিশু - 3% - 37% [ সেডলাক, ব্রড হার্স্ট( 1996)]
শিশুদের উপর যৌন নির্যাতন -কার হাতেঃ
50% ক্ষেত্রে বাবা -মা বাদ দিয়ে পরিচিত, আপন, পারিবারিক আত্ম ীয় বা বন্ধুর হাতে
25% ক্ষেত্রে বাবা -মা , বায়োলজিকাল অথবা সৎ বাবা মার হাতে । বাবা/মার প্রেমিক/ প্রেমিকাও এই খানে অন্তরভুক্ত
25% ক্ষেত্রে উপরের লোক জন বাদ দিয়ে , অন্য কেউ
89% ক্ষেত্রে - নির্যাতিত শিশুরা পুরুষ অফেন্ডারের হাতে নির্যাতিত
12% ক্ষেত্রে - নির্যাতিত শিশুরা নারী অফেন্ডারের হাতে নির্যাতিত
কতজনঃ
2টা ইনসিডেন্ট স্টাডি থেকে পাওয়া তথ্য , 1986 এবং 1993 ।
অ্যামেরিকাতে যৌন নির্যাতন এর শিকার শিশুর সংখ্যা - 119,200 (1986)
217,700 (1993)
নিচের লিংক গুলোতে আরও তথ্য পাবেন ।
Click This Link
http://en.wikipedia.org/wiki/Pedophilia
Click This Link
বাংলাদেশে কোন পপুলেশন স্টাডি হয়নি, তবে চিত্রটা খুব একটা ভিন্ন হবে না, এইটাই আশংকা!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০১