ঢাকায় এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শিনজো আবে বিমান থেকে নেমে এলে তাকে দুইটি শিশু ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। আবে মৃদ্যু হেসে ফুলের তোড়া গ্রহণ করেন।
এরপর ভিভিআইপি টার্মিনালে লাল গালিচার ওপর দিয়ে সংরক্ষিত মঞ্চে এসে দাঁড়ান দুদেশের প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বন্ধুপ্রতিম জাপানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাজানো বাজানো হয় দুদেশের জাতীয় সংগীত।
দুদিনের (৬-৭ সেপ্টেম্বর) সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন তার স্ত্রী আকি আবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্যদের সাথে শিনজো আবেকে পরিচয় করিয়ে দেন। প্রতিত্তুরে জাপানি ডেলিগেট সদস্যরাও নিজেদের পরিচয় প্রদান ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বাংলাদেশ সফর শেষে রোববার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবেন জাপানের প্রধানমন্ত্রী।