পাড়ার সবচেয়ে বখাটে ছেলের নামটা আজ আমার দখলে,
নিজেও জানি না করেছি কি সবই তো গেছি ভুলে।
থাকতে চেয়েছি সবার সাথে ভালো-খারাপ সব সময়ের দলে,
সামাজিক পদোন্নতি আজ কেড়ে নিল সব দিল তোমাদের বদলে।
স্বার্থ খুঁজে বেঁচে থাকো সুউচ্চ সম্মানে,
সময়টা আজ আমার নয় তাই রয়ে গেলাম আত্মগোপনে।
সত্য যদি সুন্দর হয় পরোপকার আত্মহননে,
বোকার মত করেছিলাম শপথ তোমাদেরই কারনে।
আমার গাঁয়ে তুচ্ছ জানি আমার অবস্থান,
ক্ষতি করিনি কখনও তবু করলে কেন এত অপমান।
নিঃসঙ্গ যখনই তোমার স্বপ্ন নিমজ্জিত শুদ্ধ প্রান,
সখ্যতা পেতে বসেছিলাম পাশে গড়ে দিতে উন্নতির সোপান।
ঘৃনা তুমি করতে পারো ভেবে নিব দেবীর দান,
ভুলে যাও এ দ্বিদাদ্বন্দ কর মনুষ্যত্বের সন্ধান।
ছবিঃগুগল।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৮