স্বভাব
ঈদানীং ভালোবাসা সুহাসিনী সেও তো একা,
কেন তবে দুর্দিন শহরটাও যে ক্রমশ হচ্ছে ফাঁকা।
প্রেয়সীর ইশারায় আবেগের মহড়ায় খেলে ছ্যাকা,
ইচ্ছে জাগে একটু সেধে কেউ যদি দিত আবারও বকা।
ছবিঃ গুগল। বাকিটুকু পড়ুন
বদলে যাবে পৃথিবী বদলে যাবে ঠিকানা,
গন্ধহীন অনুভব স্পন্দনে জাগে শিহরন,
এলোমেলো উদাস করা তোমার বিবরন।
দীর্ঘতর দিগন্ত দৃষ্টি জুড়ে আটকে পড়া আবরন,
তুমি শুধু ভাবনাহীন আমার অকারন।
ধ্বংস বুনে রংহীন মনে অগুছালো আর্তনাদ,
হংস খুঁজে জলকেলী সাজে বারবার অপরাধ।
আমি তুমি অংশ বিশেষ স্বপ্নের চাষাবাদ,
অচেনা হলে বদলে গেলে দিয়ে হাজারও অপবাদ!!
নির্ঘুম রাত যেন সহস্র বছর গল্পনীল কল্পনা,
পারি না যে কাঁদতে ভুলে... বাকিটুকু পড়ুন
তুমিও ভালো থেকো আপন সীমানায়,
কর না নিবন্ধিত আমায় এই নিষ্ঠুর শুভকামনায়।
মিশে আছে যখন থেকে হ্রদয়ের স্রোত ধারায়,
নিজেকই যেন ভুলে গেছি আমি থেকেও আপন ঠিকানায়।
বদলে যাবে গল্পের পাতা ছন্দের প্রত্যাশায়,
ঠিক তাই তেমন করেই নিও যে পথে তোমাকে মানায়।
হবে না কোন অভিযোগ ভেব না এটা কোন অন্যায়,
তোমার সুখেই বেঁচে থাকব হব না... বাকিটুকু পড়ুন
ব্যস্ততার দীর্ঘ লাইনে দাড়িয়ে অজুহাতের খসড়া সাজিয়ে,
প্রনয়ন করেছে কাব্য লুকিয়ে ।
হতাশার রুক্ষতা ডালপালা ছড়িয়ে,
চৌচির করেছে প্রান্তর সূক্ষ্মতাকে হারিয়ে।
অবশিষ্ট যত অবহেলা শর্তের চাঁদর মুড়িয়ে,
শুভকামনার আগুনে দিয়েছি পুড়িয়ে।
জন্ম থেকে ছিন্ন হবার অস্পষ্ট ভয়ে,
আনন্দ কিনেছি আমি তোমাক চেয়ে।
বিধাতার কাছে দেবী বন্দনার বিনয়ে,
বিশ্বাসে আরতি করেছি সকাল-সন্ধ্যা তোমার অভিনয়ে।
বিছিন্নতার এ সুসময়ে লগ্নভ্রষ্টার পরিচয়ে,
ফিরবনা কখনও আমি... বাকিটুকু পড়ুন
কবিতা হয়ে যাব তোর উচ্চারনে,
গল্পের বুকে জাগ্রত হব স্পর্শের টানে।
বৃষ্টির সাথে উজাড় করে দিব ক্ষনে ক্ষনে,
দক্ষিনা বাতাসে অগুছালো মেঘেদের গগনে।
সন্ধ্যার একরাশ নিরবতার নৈসর্গিক মিশ্রনে,
রাত্রির গভীরতা বাড়ে চায়ের কাপে সৃত্মির চুম্বনে।
অতৃপ্ততার নিকটে স্থিরতার নিরেটে অবগাহনে,
লজ্জিত হয় আত্মকথা অযৌক্তিক সম্বোধনে।
জ্বলছে বিবেক বিষন্নতার বিস্তৃত উনুনে,
বাস্তবতার বিনয়ী স্বভাব তবুও শোভা পায় বদনে।
নিয়মের গন্ডি পেড়িয়ে... বাকিটুকু পড়ুন
মুঠোফোনের অভ্যাসে আজ সহমর্মিতা,
আপন রং খুঁজে নিতে ব্যস্ত অপনয়নের শুদ্ধতা।
জমে উঠতে থাকে আবাসিক ক্লান্তিতে রাতের নিস্তব্ধতা,
নিদ্রাহীন গন্ধে জেগে ওঠে নিকোটিনের প্রখরতা।
অশরীরী কিছূ অনুভূতির এলোমেলো উষ্ণতা,
রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত তাই নিমজ্জিত মানবতা।
অন্ধকার গলির কাঙ্খিত সরব সভ্যতা,
রাত্রির বুকে উজাড় করে অসভ্য সখ্যতা।
বিশ্বাসের হালচাষে শোভিত তাই সততার নিষ্ঠুরতা,
ভদ্রতার খাতিরে পরিশোধিত হোক সামাজিক বর্বরতা।
বাকিটুকু পড়ুন
চিন্তা নির্ভর এই মনে নির্ভরতা কেবলই একজন শুদ্ধতম প্রানেরই সান্নিধ্য পেতে চায়। ইচ্ছের বিরুদ্ধে রুখে দাড়ালেও কখনও কখনও নিজেকেই অসহায় মনে হয়। বারংবার একটা কথাই কানের কাছে গুনগুন করে যায় – সত্যিই কী আমি তার জীবনের গুরুত্বপূর্ন কোন অধ্যায়?
অনুভূতি দিয়ে যেমন করে বিবেচনা করি সুনিপুন ভবিষ্যতের সুন্দরতম মানুষটির জন্য এক... বাকিটুকু পড়ুন
এই শহরটা বড়ই বেমানান তোমায় ছাড়া,
অদ্ভুত লাগে প্রকৃতির এমন দিশেহারা।
নিষ্ঠুরতার রাতে যখন অলিগলি পেড়িয়ে চলছি,
অবসর সব ভাবনাগুলো সৃত্মির দেয়ালেই লিখছি।
তুমি দেখবেনা সে অশরীরী শব্দাবলী,
সভ্যতার শেষ প্রান্তে রেখে যাব তোমার নামের পদাবলী।
ভালোবাসার ফ্যাশনে হারিয়েছি যত তাড়াতাড়ি,
ইতিহাস অকপটে জমিয়েছে যে ভয়ংকর আহজারী।
দূরত্বের সুদূর সন্ধিক্ষনে এখনও অসময়ে সন্ধ্যা নামে,
রুপসার সেই মায়াঘ্রানে স্বস্তির সূচনা... বাকিটুকু পড়ুন