মোবাইল ফোন অপারেটরের যত ধান্ধাবাজি,
ফাঁদটা তাদের নচ্ছের পাজি।
উৎসুক জনতার ব্যালেন্স মানি,
হারাচ্ছে তবুও যেন লাগামহীন সন্ধানী।
আমিও তাদের কৌশলের ফাঁদ,
জেদের জোরে কিনেছি অপবাদ।
যত্তসব ফালতু নাকি ঐ প্যাকেজে,
অগাধ নিরবতা তখন শূন্যে বাজে।
কষ্টের টাকা যখন বাতাসে উড়ে,
না খেয়ে জমানো টাকায় তখন বুকটা পুড়ে।
জেনেছি যখন এই ছলচাতুড়ী,
শক্ত হাতে লড়ব এখন দেখবি সাথে বাহাদুরী।
ভালো থাকুক আমার টাকা বুক পকেটেই পড়ে,
ক্ষুধার জ্বালায় কিনব খাবার প্রতি আহারে।
ছবিঃগুগল।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ রাত ২:৪৩