অনিয়মের সন্ধি করে বিষন্নতার সূচনা,
স্তব্ধ হব শূন্যতা নিয়ে মুছে দিয়ে জাগতিক যন্ত্রনা।
ছিন্ন হবে মায়ার বন্ধন বর্ননায় যান্ত্রিক সান্তনা,
অযথাই কেন বাঁচিয়ে নিব অনাকাঙ্খিত প্রেরনা।
শিকল বন্দী আর্তনাদ যেন বাড়িয়েছে ভাবনা,
যে করেই হোক মুক্ত হব ইশারায় অলৌকিক ঠিকানা।
খন্ডিত হয়েছে যখনই তোমার বেড়েছে বঞ্চনা,
সুখে থাক তুমি আমার- কখনও ফিরব না।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ ভোর ৫:২৪