তুমিও ভালো থেকো আপন সীমানায়,
কর না নিবন্ধিত আমায় এই নিষ্ঠুর শুভকামনায়।
মিশে আছে যখন থেকে হ্রদয়ের স্রোত ধারায়,
নিজেকই যেন ভুলে গেছি আমি থেকেও আপন ঠিকানায়।
বদলে যাবে গল্পের পাতা ছন্দের প্রত্যাশায়,
ঠিক তাই তেমন করেই নিও যে পথে তোমাকে মানায়।
হবে না কোন অভিযোগ ভেব না এটা কোন অন্যায়,
তোমার সুখেই বেঁচে থাকব হব না কখনও অসহায়।
পথের শেষে দাড়িয়ে থাকব বিচ্ছিন্ন কোন কল্পনায়,
হঠাৎ করেও থেমে যেতে পারে জীবন আপন মোহনায়।
কথা দিব অলৌকিক ইথারে ইচ্ছেদের ভাষায়,
অবমাননা তুমি করলেও পার চরম পৈচাশিকতায়।
বন্ধ করে অন্ধ ঘরে জ্বালাব সোডিয়াম সুপ্ত যন্ত্রনায়,
এ্যাস্ট্রে ভর্তি ধ্বংস জীবন তখন ঠোটেই শোভা পায়।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ রাত ২:৩১