ব্যস্ততার দীর্ঘ লাইনে দাড়িয়ে অজুহাতের খসড়া সাজিয়ে,
প্রনয়ন করেছে কাব্য লুকিয়ে ।
হতাশার রুক্ষতা ডালপালা ছড়িয়ে,
চৌচির করেছে প্রান্তর সূক্ষ্মতাকে হারিয়ে।
অবশিষ্ট যত অবহেলা শর্তের চাঁদর মুড়িয়ে,
শুভকামনার আগুনে দিয়েছি পুড়িয়ে।
জন্ম থেকে ছিন্ন হবার অস্পষ্ট ভয়ে,
আনন্দ কিনেছি আমি তোমাক চেয়ে।
বিধাতার কাছে দেবী বন্দনার বিনয়ে,
বিশ্বাসে আরতি করেছি সকাল-সন্ধ্যা তোমার অভিনয়ে।
বিছিন্নতার এ সুসময়ে লগ্নভ্রষ্টার পরিচয়ে,
ফিরবনা কখনও আমি হারানো অধিকার নিয়ে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ রাত ৯:০৫