কবিতা হয়ে যাব তোর উচ্চারনে,
গল্পের বুকে জাগ্রত হব স্পর্শের টানে।
বৃষ্টির সাথে উজাড় করে দিব ক্ষনে ক্ষনে,
দক্ষিনা বাতাসে অগুছালো মেঘেদের গগনে।
সন্ধ্যার একরাশ নিরবতার নৈসর্গিক মিশ্রনে,
রাত্রির গভীরতা বাড়ে চায়ের কাপে সৃত্মির চুম্বনে।
অতৃপ্ততার নিকটে স্থিরতার নিরেটে অবগাহনে,
লজ্জিত হয় আত্মকথা অযৌক্তিক সম্বোধনে।
জ্বলছে বিবেক বিষন্নতার বিস্তৃত উনুনে,
বাস্তবতার বিনয়ী স্বভাব তবুও শোভা পায় বদনে।
নিয়মের গন্ডি পেড়িয়ে মিশে যাব অবিনশ্বর প্রানে,
ফিরে যাওয়া তাই অস্তিত্বের সন্ধানে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪