চিন্তা নির্ভর এই মনে নির্ভরতা কেবলই একজন শুদ্ধতম প্রানেরই সান্নিধ্য পেতে চায়। ইচ্ছের বিরুদ্ধে রুখে দাড়ালেও কখনও কখনও নিজেকেই অসহায় মনে হয়। বারংবার একটা কথাই কানের কাছে গুনগুন করে যায় – সত্যিই কী আমি তার জীবনের গুরুত্বপূর্ন কোন অধ্যায়?
অনুভূতি দিয়ে যেমন করে বিবেচনা করি সুনিপুন ভবিষ্যতের সুন্দরতম মানুষটির জন্য এক আত্মস্বর্গ ঠিক তখনই আবেগ এর মোহে অনুচ্চারিত থাকা অন্ধকারও আলোয় উদ্ভাসিত করে দিয়ে সায় দেয়।কি চাই নিজেই তো বলতে পারব না আবার কী পাব তাও তো ঠিক করে ভাবা হয়নি।এক অসজ্ঞায়িত সমীকরেন সিদ্ধ হতে থাকি।
ভালো থাকার জন্য যতটুকু পাওয়ার চেষ্টা করি ঠিক ততটুকুই যদি ভালো রাখার জন্যও চেষ্টা করা হত তবে এমন দ্বন্দে ছন্দহীন হত না গল্পগুলো।চাহিদা আর শর্ত আরোপ করে দিয়েই বেকসুর খালাস হয়ে যায় নব্য সুরে রচিত সম্পর্কগুলো। ঠিকানাহীন নয় বরংচ বেওয়ারিশ হয়েই পড়ে রয় সেই বৃহঃস্পতির একাদশী।
নতুনের সাথে জয়গান করে তাকে বরন করে নেবার প্রতিশ্রুতিও কম নয়।হ্যাঁ এমনটাই হওয়ার কথা কিন্তু পক্ষ দোষ কী এক্ষেত্রে লঘুতর নাকি গুরুতর?? আজিব!! মনে হয় আমি এখন ভুল কিছু বকছি।
অবশ্যই এমনই কিছু হতে হয় এগুলোই তো হচ্ছে –ঠিকই এমন কিছু হয় যা নিজেরও ভাবতে কষ্ট হয়। বিচিত্রতার এই অহরহ বৈচিত্রতায় চমক না লাগলে কী হয়?নিজেকে অবিশ্বাস করার মতও কিছু ঐচ্ছিক ক্ষমতা থাকা চাই তা না হলে তো আবশ্যিক কর্মযজ্ঞে চঁন্দ্র বিন্দু অব্দি পৌঁছাতে সে আর অপেক্ষা নয়।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ রাত ১:৩৩