এই শহরটা বড়ই বেমানান তোমায় ছাড়া,
অদ্ভুত লাগে প্রকৃতির এমন দিশেহারা।
নিষ্ঠুরতার রাতে যখন অলিগলি পেড়িয়ে চলছি,
অবসর সব ভাবনাগুলো সৃত্মির দেয়ালেই লিখছি।
তুমি দেখবেনা সে অশরীরী শব্দাবলী,
সভ্যতার শেষ প্রান্তে রেখে যাব তোমার নামের পদাবলী।
ভালোবাসার ফ্যাশনে হারিয়েছি যত তাড়াতাড়ি,
ইতিহাস অকপটে জমিয়েছে যে ভয়ংকর আহজারী।
দূরত্বের সুদূর সন্ধিক্ষনে এখনও অসময়ে সন্ধ্যা নামে,
রুপসার সেই মায়াঘ্রানে স্বস্তির সূচনা এখনও ঘুমে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৮ রাত ১০:৫৫