কয়দিন আগেও গুন্ডে মুভির রেটিং ছিল ৬/১০ ।
কিন্তু বর্তমান রেটিং ২.৬/১০।
৪৭০০+ ইউজাররা রেটিং করেছেন মুভিটা। রেটিং দেখে মনে হচ্ছে বেশির ভাগ বাংলাদেশী।আসুন আমরা যারা অনলাইনে আছি ছবিটার রেটিং ১০ এ ১ দিতে থাকি, যাতে ছবির রেটিং ১ এ দাঁড়ায় , ছবিটা অন্যতম বাজে ছবির খেতাব প্রাপ্ত হয়।
এখনও যারা এই মুভির রেটিং করেননি তারা IMDb তে লগিন করে (ফেসবুক দিয়েও লগিন করার অপশন আছে) মুভিটার রেটিং ১/১০ দিয়ে দিন।
IMDb লিংকঃ
গুন্ডে
আশা করি ভবিষ্যতে লাখো শহীদের রক্ত দিয়ে লিখা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা করার সাহস ইয়াস রাজ তথা কোনো মিডিয়ার হবে না।
আপডেট :গুন্ডে এখন IMDB(international movie data base) এর সব চেয়ে খারাপ মুভীর লিস্টে ১.৫ রেটিং নিয়ে ১ নাম্বারে অবস্থান করছে। মানে হল IMDB এর ইতিহাসে সব চেয়ে বাজে হল গুন্ডে। এই জয় আমাদের সবার।
অবশেষে ক্ষমা প্রার্থনা করল যশ রাজ ফিল্মস
:
গুন্ডের অফিসিয়াল পেজ এ যা বলা হয়েছেঃ
"Dear Friends…
Several of our Bangladeshi brethren have reached out to us with their concerns on the way the story has been portrayed and we would like to apologise if any disrespect or hurt has been caused to them"
গুন্ডের অফিসিয়াল পেজ এর লিংক
গুন্ডের অফিসিয়াল পেজ
প্রথম আলোর নিউজ
অভিনব প্রতিবাদে খারাপ ছবির তালিকায় শীর্ষে গুন্ডে
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫