
যে দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবেনা সে দিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন। তারা হলেনঃ
(১) ন্যায় পরায়ণ শাসক (২) যে যুবক তাঁর প্রভুর এবাদতের মাঝে প্রতিপালিত হয়ে বড় হয়েছে।
(৩) যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে।
(৪) এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর সন'ষ্টির জন্যে একে অপরকে ভালবাসে। আল্লাহর জন্য তারা পরস্পরে একত্রিত হয় এবং আল্লাহর জন্য পরস্পরে বিচ্ছিন্ন হয়।
(৫) এমন পুরুষ যাকে একজন সুন্দরী ও সম্ভ্রান- বংশের মহিলা নিজের দিকে আহবান করে, আর সে পুরুষ বলেঃ আমি আল্লাহকে ভয় করি। (তাই তোমার ডাকে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব নয়)।
(৬) যে দানশীল ব্যক্তি এমন গোপনে দান করে, ডান হাত দিয়ে যা দান করে, বাম হাত তা অবগত হতে পারেনা। অর্থাৎ তিনি কেবল আল্লাহর সন'ষ্টি অর্জনের জন্যেই দান করেন। তাই মানুষকে শুনানো বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনা।
(৭) যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে”।
(আল-হাদীস)
The Prophet said:
There are seven whom Allah will shade in His Shade on the Day when there is no shade except His Shade:
1. 'A Just Ruler...'
2 'A youth who grew up in the worship of Allah...'
3. 'A man whose heart is attached to the mosques...'
4. 'Two men who love each other for Allah's sake, meeting for that and parting upon that....
5. 'A man who is called by a woman of beauty and position but he says: 'I fear Allah...
'6. 'A man who gives in charity and hides it, such that his left hand does not know what his right hand gives in charity...'
7. '...A man who remembered Allah in private and so his eyes shed tears.'
সোনার বাংলাদেশ ব্লগ