
১. ইমাম নিয়োগের সময় সবচেয়ে ভাল লোকটিকে খুজি...আর সবচেয়ে বাজে, জঘণ্য, চোর লোকটিকে নেতা(রাজনৈতিক) বানাই... কেন?
২. বাজারে গিয়ে পণ্য ক্রয়ের সময় তো আমরা কেউ খারাপ পণ্য কিনতে চাই না, অনেক যাচাই বাছাই করি। তারপরও জেনেশুনে কেন আমরা খারাপ লোকটিকে নেতা বানাচ্ছি?
৩. বর্তমানে কয়জন নেতা আছেন যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি? নির্দ্বিধায় বলতে পারি তারা ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনেও সৎ, চরিত্রবাণ ও দেশপ্রেমিক?
৪. কোন জাতি যেরকম হবে তাদের মাঝে সেই রকম নেতাই আসবে। তাহলে জাতির এ দুরাবস্থার জন্য কি নেতারা দায়ী নাকি আমরা ??
৫. আসলে আমরা কিসের পেছনে ছুটছি? আজকের রঙিন দিনটিকে কি কোনদিন আমাদের কাছে সাদাকালো মনে হবে না? তাহলে কেন আমরা সাবধান হচ্ছি না?
৬. অভাব কি নেতৃত্বে নাকি যোগ্যতার ?
এইসব চিন্তা করতে গেলে মাথায় গোলমাল শুরু হয়ে যায়.....
আমরা জাতি হিসেবে অনেক কিছু নিয়েই অতীতে গর্ববোধ করতাম...আস্তে আস্তে সেইসব গর্ববোধের বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। সে জন্য কাকে দোষ দিব ভেবে পাই না।
আসুন সবাই পরমতসহিষ্ণুতার সহিত দক্ষতা, যোগ্যতা ও আপসহীন সততার মাধ্যমে যার যার অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখি.....