ব্লগে অনেকেই তো অনেক ১৮+,২০+,৩৬+ আরো কত কত + পোষ্ট দেয়। সেই সবে তোমাদের ঢুকা নিষেধ।

ছোট্টবন্ধুরা, তাই তোমাদের জন্য আজ একটা ফান পোষ্ট দিলাম।
এইখানে বড়দের ঢুকা নিষেধ।

আর পোষ্টটি অবশ্যই ১২-/=, টিন এজাররাও ব্লক।

শুধুই তোমাদের জন্য।

হয়ত ভাবছ ফান পোষ্টের ফান টা কোথায়?

তাহলে নিচে দেখ....
এই যে দেখ। কত্ত বড় বড় ব্লগার এই পোষ্টে ঢুকে পড়েছেন, যারা কিনা ১৮+,২০+,৩৬+ আরো কত কত + পোষ্ট, পড়ে আর ছোটদের সেইসব পড়তে নিষেধ করে

ছোটদের প্রাইভেসি বলে আর কিছু কি থাকল?

দেখ আবার নির্লজ্জের মত মাইনাস দেওয়া শুরু করবেন।
এই মুহুর্তে এইটাই তো একটা ফান।
