আইজকা সকালে ঘুম থিকা উঠতে দেরী হৈসিলো। তাড়াতাড়ি কৈরা রেডী হৈয়া ক্লাসে যাওয়ার লেইগা ট্রেনে উঠছি। সিটে বৈয়াই দেখি আমার পাশের পিছনের সিটে সেইরকম এক মাইয়া। দেইখা বুঝলাম না কোন দেশী, তয় ধারনা কৈরা বুঝলাম লেবানীজ হৈতে পারে।
পরের স্টেশন থিকা দেশি দুইটা পোলা উঠলো। বাংলা কথা শুইনা বুঝলাম দেশি ভাই। ভাই দুইটা যাইয়া মাইয়ার পাশের সিটে মানে আমার পিছনের সিটে বৈলো। একটু পর জোরে জোরে কৈতে শুরু কর্লো মাইয়ারে নিয়া কথা। আমি তো শুন্তাছি।
একটায় কয়, "দেখ, মাইয়াটা হট আর সেক্সি না? কোন দেশি হৈতে পারে?" পাশেরটা কয়, "ইন্ডিয়ান হৈতে পারে। কিন্তু মাইয়াটা চরম রে। নে, কথা কৈ। যদি পৈটা যায়, তাইলেতো হৈলোই।" প্রথমটা আবার কয়, "হ, শালীর শরীরের গঠনটা দেখ, আহ! শান্তি রে।"
একটু পরই মাইয়াটা বাংলাতে কৈয়া উঠলো, "আপনারা এমন অসভ্যের মতো কথা বলতেছেন কেন?" কৈয়াই নিচের বগিতে চৈলা গেলো।