অনু গল্প।।অপেক্ষা।।
সে বলল - আরো পনেরোদিন অপেক্ষা কর।
আমি বললাম - বেশ।
গত ছ - মাস এমনই বলে চলেছে সে।
এদিকে আমার চাক্কা - জ্যাম।
*
অনু গল্প।।সুযোগ।।
হরিণী কোন একসময় কাককে ডেকেছিল।
কাক এসেছিল।
বনে দাবানল।
কাক ফুরুৎ।
হরিণীর কাতর নয়ন। পেট ভারি।
*
অনু গল্প।।নিষ্ঠা।।
অফিসের ইয়ারবুকে আমার ফটো সহ নাম উঠেছে।
কর্মনিষ্ঠ।
মালিক কাম এম.ডি বিনয়ে গদগদ হয়ে আমার হাতে বইটা তুলে দিলেন।
আমি হাত কচলালাম।
নিষ্ঠাভরে হাত না কচলালে কি বইটা এভাবে আমার হাতে আসতো?
*
অনু গল্প।।ঢেউয়ের গান।।
নদী নদে নদ্য
প্রতি পদে পদ্য
এগুলো ঢেউয়ের গান।
*
অনু গল্প।।নদী ও আমি।।
নদী বলল - ভোরবেলা ভাল লাগে?
আমি বললাম - রোজই তো হাঁটছি,ভুঁড়ি কমছে না।
নদী বলল - আমার ও তাই। এত যে বালি তুলছে লোকে। তবু কই কমছে না।
*
।