আমরা এখন আবেশ নিয়ে অবশ হই হপ্তাখানেক
টিভির খবর কতই জাবর
কে কি জানেক।
আমরা জানি সবার চেয়ে অনেক বেশী
বাবা-মা হয়েও আমরা হলাম
ছেলেমেয়ের পাড়াপড়শি।
গলায় গাঁথা বঁড়শি নিয়ে
আমরা যখন মাছ হয়ে যাই,
টিভিতে অনেকজনই গাছ হয়ে যায়।
উল্টেপাল্টে আমরা এখন এমনই আছি
বিশ্বাসের তক্তপোষে ঘুণ ধরে য়াক
বাড়া ভাতে পড়ুক মশা,উড়ুক মাছি।
ফাৎনা ধরে বলবো না হয় আমরা আছি,
জেনে রেখো মনে রেখো
এসব নিয়েই আমরা বাঁচি।