আমিই আগামী
আঁখি মোর ফাঁকি নয়
যে –কারণে মোটা হয়
বিস্ময়,বিস্ময়।
মাথা বুঝি তালগোল
গাল ফুলে হয় ঢোল
সরু মুখে সেলফি
তন্ময়,তন্ময়।
আগামীর বীজ আমি
যা বুঝি,তা-ই জানি
থুতুনিতে ভিক্টোরী আঁকা।
থিতু হয়ে চলমান
আমি বড় বলবান
স্বপ্নে মেলে দিই পাখা।
খ্যাতি
খ্যাতি পেলেই সে নদী হয়ে যায়
অখ্যাতরা নালা,
স্তুতির পারিতোষিক
বন্দনার সান্মানিক,
অধ্যাবসায়
স্রোত গিলে খায়,
ঢেউয়ের বিষম জ্বালা।
*
টাকা
টাকা ছিল বুক-পকেটে,পয়সা ছিল পারসে
ফাঁকা বুকে বুঝতে পারি জীবন কত পানসে।
মেয়ে বলে, দাও টাকা দাও,টিউশন-ফি বাকী
বউ বলে,হাট-বাজারে দিচ্ছো বড়ই ফাঁকি
পাওনাদার সাতপাক দেয়,টাকা ছাড়া নড়বো না
দেনাদার চেনেই নাকো,মনে ভাবে মরবো না।
আমার টাকা,টাকার আমি,টাকাই করে মাটি
হিসেব কষে বেশ বুঝেছি,টাকা শুধুই খাঁটি।
*
কয়েকটি ছ-শব্দী
১)গাড়ি
নেতার ছেলে চড়ে,সেনা চাপা পড়ে।
২)এখন
মানবতার বার্তাবহ সভ্যতা নিজেই ধর্ষিত হয় ।
৩)সাফল্য
সফল ভাষণ দেয়,অসফল বার্তা নেয়।
৪) গোঁজামিল
কানে পেনসিল গুঁজলেই কিছু সুর বাজে।
৫)বইমেলা
বেচার সুখ,কেনার সুখ,বেচারা নোটবুক।
৬)খিড়কি দরোজা
গলিপথে মলিন হয় বিশ্বাসের কুলিন পা।
*