১১ ই ডিসেম্বর মালয়েশিয়া থেকে পেডিয়াট্রিক সার্জন এর একটি দল ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আসবে।একই দিনে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভারতের হায়দ্রাবাদ থেকে আসবে কার্ডিওলোজিস্টের আর একটি দল।
এরা বাংলাদেশে আসবে তাদের নিয়মিত পরির্দশনের অংশ হিসাবে।ওনারা ১১-১২ ই ডিসেম্বর শুধুমাত্র ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যে সব রোগী গুরতর হার্টের সমস্যায় ভর্তি আছেন তাদের চিকিৎসার পরিবর্তী ধাপ পর্যালোচনা করবে এবং প্রয়োজনে যাদের অপারেশন করার দরকার হবে তাদেরকে অপারেশন করবে।
রুশানের নাম ও তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।এবং রুশানের জন্য তারা আলাদা মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার পরিবর্তী ধাপ পর্যালোচনা করবে। (ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রুশানের আইডি নাম্বার হলো – ১০০৪০১৬০) এবং প্রয়োজনে রুশানের বাইপাস অপারেশন করার ও চেস্টা করবে (যদি এখানে করা সম্ভব হয়)। তা না হলে দিল্লির ম্যাক্স হাসপাতালের ডাঃ ভিরাশ মহাজন এই অপারেশন করবে।
একজন সুস্থ মানূষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জম্ন নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু,অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না।এর ফলে রুশানের মসস্তিকে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না,এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়।
সেই সাথে বমি হয় ঠিক সেই মূর্হতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।কয়েকটি স্যালাইন এবং কয়েকটি ইঞ্জেকশন দিয়ে কিছুটা সুস্থ করা হয় এর পরে তাকে বাসায় নিয়ে আসা হয়।
এই সম্যসার সমাধানের একটাই উপায় তা হলো অপারেশন।
এই অপারেশনের জন্য গত ৪-৭-১২ তারিখে ডাঃ ভিরাশ মহাজন রুশানের একটি ভাল্বের ভিতরে বিশেষ পদ্ধতিতে বাতাস ভরে (AR after ballooning of aoritic valves)। যে ভাল্বটির মুখ সরু তা ফোলানোর চেস্টা করে কিন্ত তখন দেখা দেয় আরেক সম্যসা।
সম্যসা। সরু মুখের ভাল্বটির নীচের অংশে একটি ছিদ্র আছে এর ফলে যখনি বাতাস দিয়ে ফুলানোর চেস্টা করা হয় তখনি নীচের ছিদ্র দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়।
এই রক্ত বন্ধ করার জন্য ঠিক সেই মূর্হতে ভিতের সার্জারী করার প্রয়োজন দেখা দেয়।এত ছোট বাচ্চার জন্য এই অপারেশনের ব্যাবস্থা করা খুব ঝুকিপূর্ন। তাছাড়া এই অপারেশন যদি এখানে করাও হয় অপারেশন পরবর্তি যে কোন জটিলতা দেখা দিলে তা মোকাবিলা করার ভাল কোন ব্যাবস্থা এখনে নেই।
এই কারনে সেই সময় রুশানের ভাল্বের মুখ ফোলানোর চেস্টা ব্যার্থ হয়। আগামী ১১ ই ডিসেম্বর যে দল আসবে তারাই রুশানের পরবর্তী করনীয় সর্ম্পকে সিন্ধান্ত নিবে।
রুশান ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ সহিদুল ইসলামের তত্তাবধানে আছে। রুশান আগামী ৯ ই ডিসেম্বর ঢাকায় যাবে।
রুশানের অসুকটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve,mild AS,mild AR,? CoA
বিঃদ্রঃ রুশানের পরবর্তী মেডিকেল আপডেট আগামীকাল আসবে চিকিৎসার সমস্ত কাগজপত্র সহ।
রুশানের পরবর্তী চিকিৎসার আপডেট............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের।
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের।
এ দলের প্রতিষ্ঠয়তা মাওলানা এস এম ফজলুল করিম যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ফতোয়া দিয়েছিলেন যে-- বাংলাদেশের মেয়েরা হচ্ছে ”গনিমতের মাল” মাওলানা নিজ হাতে অনেক... ...বাকিটুকু পড়ুন
গার্মেন্টসে শোষণ, সিনেমায় চুরি: অনন্ত জলিলের স্বনির্ভরতার মুখোশ উন্মোচন
অনন্ত জলিল—বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি হাস্যকর নাম এবং গার্মেন্টস শিল্পে একটি বিতর্কিত ব্যক্তিত্ব। তার চটকদার জীবনযাত্রা, বিলাসী জীবনযাত্রা এবং স্বঘোষিত ‘স্বনির্ভরতা’ ও ‘গরীবের বন্ধু’র আড়ালে লুকিয়ে আছে শ্রমিকদের শোষণ,... ...বাকিটুকু পড়ুন
ঘুষ ইজ গুড ফর হেলথ !
সিরাজদিখানের মাহফুজুর রহমান সাহেবের কান্ড দেখে মনে হলো, তিনি ব্রিটিশ আমলের একটা গল্প খুবই সিরিয়াসলি নিয়েছেন। গল্পটা পুরনো, কিন্তু ঘুষখোরদের মধ্যে এখনো জনপ্রিয়। এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বাংলায় দুর্বল,... ...বাকিটুকু পড়ুন
ছায়ার রক্তচোখ: ক্রোধের নগর
ষড়ঋপু সিরিজের দ্বিতীয় কাহিনী ”ক্রোধ”
রাত্রি নেমেছে শহরের উপর, কিন্তু তিমির কেবল আকাশে নয়—সে বসেছে মানুষের শিরায়, দৃষ্টিতে, শ্বাসে। পুরনো শহরের এক প্রান্তে, যেখানে ইট ভেঙে পড়ে আর... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নববর্ষের শোভাযাত্রা নাম বদল করছি না, পুরোনো নাম–ঐতিহ্যে ফেরত যাচ্ছি: ঢাবি উপাচার্য
পয়লা বৈশাখে ফি বছর চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম... ...বাকিটুকু পড়ুন