কারন দেশ ও জাতির বরতমান পরিস্থিতিতে—বেশি বেশি হাচা কথা কওন নিরাপদ না।কোন দিন দেখা যাইব আমার আকাউন্ট ব্যান কইরা দিছে...লে হালুয়া!
এখন চলতাছে মিছা কথা কওনের প্রতিযোগিতা। এর মইদ্দে হাছা কথার বেইল নাই।
মিছা কথাই যদি কইতে হয়...তাইলে বিজ্ঞান বিষয়ক মিছা কথার তুলনা নাই। দাড়িয়াল ডারউইন বিজ্ঞান বিষয়ক মিছা কথার লাইনে সবার আগে হিট করেছিলেন। বান্দরের লেজ নাকি ঘষা খাইতে খাইতে ছুডু হইতে হইতে—
বরতমানে আমাদের পশ্চাতদেশের কাটা হিসাবে রক্ষা লাভ করেছে। আইচ্চা কইনচেন দেহি—এখন আমরা যেই বান্দরগুলান দেহি...এগ লেঙ্গুর কি কোন হানে ঘষা খায় না ?তাইলে হেরা মানুষ হয় না ক্যা? আর এই বান্দর গুলার দাদার দাদারা কি সবচেয়ে বেকুব বান্দর ছিল? যখন লেজ ঘষা নিয়া “দিন বদলায়া” মানুষ হওয়ার করমসুচি চলতাছিল...বান্দর সমাযে...হেরা কি তখন ঊকুন বাছতাছিল?
আমার নিয়মিত পাঠকরা জেনে থাকবেন...(ভাবখান এমন যে কত্ত পাঠক...সব হুমড়ি খায়া পড়তাছে...হেহে) এই অধম একখানা বিজ্ঞানবিষয়ক বুজ্রুকি পেপার লিখার প্রয়াস নিয়াছিল। গতকাল দীরঘ সাত মাস প্রচেষ্টার পর সেই পেপারখানা সাবমিট কইরা যারপর নাই আরামে দিন গুজ্রাইতেছি।যদিও পাব্লিশ না হোয়ার সম্ভাবনা ১০০%। কারন এই জারনালের Impact Factor (পড়বেন ইম্প্যাক্ট ফ্যাকড়া) ৩.৭৭৪।
কিন্তু আইজকা সক্কাল থিকা একখান গরমাগরম রাজনিতীক নোট লিখার জন্য আঙ্গুলের গিটেগিটে মচমচানি উইঠা গেছে।তাই কিছু হাবজাব লিখা মনের খায়েস মিটাইতাছি।তিব্র গনদাবি না উঠলে... রাজনিতীক নোট লিখমু না(যে ভাবখান লইলাম...গাফফার চুধুরীও বয়সকালে এমন ভাব লিতে পারচে কিনা সন্দ হয় । যা হঊক।
তবে রাজনীতিবিষয়ক বুজ্রুকি পেপার/আরটিকেল লিখতে চাইলে, আমি কিছু টিপস দিতে পারি...১। রেফারেঞ্চ এর কোন দরকার নাই। হেহে। আরামে লেখেন”বিশস্তসুত্র মারফত”। ব্যস। আর পাঠাইবেন এইসব জারনালে--
Harvard International Review (a quarterly journal of international relations, global developments in politics, economics, business ইত্যাদি।)এই জারনাল বিষয়ে নতুন করে বলার কিছু নাই।আজকে প্লিটিক্যাল কথা বলবো না।ভাতিজা জয় এখানে লিখা ফাটায়া ফেলছেন Click This Link
South Asia Intelligence Review (Southeast Asia Terrorism portal, Publisher: The Institute for Conflict Management- founded 1997 in New Delhi, Head: K.P.S. Gill, Security Adviser to the Chief Minister of Gujarat between May 2002 – July 2002)
K.P.S. Gill লিখেছেন Bangladesh - A Lengthening Shadow of Terror
Click This Link
একপাতার মদ্দে ISI পাবেন ৫ বার, HUJI ৬ বার, মহান ওসামা বিন লাদেনের নাম নিছেন ১ বার,
আল কায়েদা ৫ বার...
বাই দা বাই, KPS Gill সাহেব সম্পকে Wiki তে লেখছে "Criminal charges and other allegations against him: 1 Punjab insurgency, 2. Murder of Human Rights activist Jaswant Singh Khalra 3. Sexual harassment case(pinching/ slapping female civil servants bottom while inebriated at a party) চটাশ চটাশ 4. Mismanagement of Indian Hockey Federation".
Bangladesh Assessment 2008 Click This Link
এই একপাতার মদ্দে JMB শব্দটা পাবেন ৯ বার, HUJI পাইবেন ৫ বার।আল কায়েদা ৪ বার।
এগুলারে Keyword বানায়া পারমুটেশ্ন কম্বিনাশন কইরা sentence বানায়া , পেপার লেইক্কা ছাইড়া দেন—নিশ্চিত পাব্লিশ হবে ।আগাম শুভ কামনা।
=================
আমার অন্যান্য লেখাঃ
Conspiracy Theory: Part 2 Click This Link হিট ৭১৭
আমাদের রাজপুত্র সজীব জয় ২ Click This Link
হিট ১৩৫
আমাদের রাজপুত্র সজীব জয় Click This Link হিট ৫২১
Jessore GOC killed: My Suspicions
Click This Link
হিট ৩৭৬
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১৮