Conspiracy theory part 1 যখন লেখছিলাম...তখন এত ঝামেলায় পড়ি নাই। কারন অখন তেমন ডিটেইলস কাহিনী জানতাম না। এখন হইছে প্রব্লেম। এক এক জন এক একটা নতুন নতুন কাহিনী বলতেছে। কারো কথা বিশাস হয় না।যাদের কথা বিশাস হবার কথা...এরাই সব চেয়ে বেশি মিথ্যা বলতেছে। পুরা জাতিকে এরা ৪ দিন মিথ্যা বলছে, সজ্ঞানে। নিখোজ ৭২ জন...(Who were believed to be dead)..এইটা ছিল একটা ভাওতাবাজী। Gen Jamali ” Initially, we got to know that 168 officers were there. But we could not trace them. (Their) relatives started asking about them. They did not know where those officers were. So we guessed they were missing” guess? Ppl are dying and he is guessing? কেন করলো...হয়তো...আমাদের(ব্লাডি সিভিলিয়ানদের) সিম্প্যাথি নেয়ার জন্য। সাধু সাধু
১। কিন্তু উনারা এই মিডিয়া প্রপাগান্ডা ছাড়া ২৫-২৮ফেব্রুয়ারী পর্যন্ত কি করছেন? পিলখানার চারদিকে নজরদারী করছেন। যার ফলাফল...হাজার হাজার BDR সদ্যস্য হাপিস...পুরা গায়েব। সংখ্যাটা ১০-১২ হইলে ভাবতাম সুরং কাইটা এরা ভাগছে...কিন্তু না...সংখ্যাটা কয়েক হাজার(১০,০০০-৫০০=৯,৫০০প্রায়!!!)
২। উনারা সকল Airport, ঢাকা থিকা বের হবার রাস্তায় কি চেকপোস্ট বসাইছিলেন? আমার জানা মতে Zia International Airport এ ২৫-২৬-২৭ কোন Special Army check post ছিল না।মনে হয়, উনারা অয়েটাইতেছিলেন, কখন প্রধানমন্ত্রী বাশি ফু নিয়া...অপারেশন রেবেল হান্ট সুরু করেন। এখন তারা বলতেছে...এরা সব নাকি বর্ডার দিয়া পলাইছে...।আরে বেটা...ঢাকা থিকা বের হবার রাস্তায় চেকপোস্ট থাকলে বর্ডার প্রযন্ত যায় কেমনে?
৩। আমাদের সেনাপ্রধান ও প্রধান্মত্রী আর্মি অফিসারদের সাথে একটা মিটিং করছেন...সেই মিটিঙ্গের কোন নিউজ কোন পেপারে নাই...কিন্তু ফেসবুকে এর অডিও আছে। এতে অবাক হবার কিছু নাই। জলিল বাবর সেলিমের রিমান্ডের অডিও যে পথে বাজারে আসছে এইটাও সেই পথেই আশ্চে।খুব খেয়াল করে শুনেন...পুরা অডিওতে প্রধান্মত্রী মেলা কথা বলছেন।পাশের সিটে বসা...U সাহেব, উনার কথা তো এক্টাও শুনলাম না।উনি কি যান্তেন...এই অডিও টেপ হইতেছে...বাজারেও আসবে?
Click This Link
৪। লেফটেনেন্ট করনেল কামরুজ্জামান...যিনি ছিলেন ডিজি শাকিলের(আল্লাহ তার আত্মার শান্তি দিন)...সাথে ২৫ তারিখে...দরবার হলে...উনার ভাষ্য মতে, লাইভ আমুনিশন ছাড়া ফায়ারিং শুরু হইছে...দরবার হলের বাইরে থেকে...১০।৪৫ থেকে ১১ টার আগে কেউ মারা যায় নাই...ডিজি শাকিলের সাথে প্রধান্মন্ত্রী ও সেনাপ্রধানের কথা হয়। উনারা force পাঠাবেন বলেছিলেন। RAB এর গুলজার সাহেব (আল্লাহ তার আত্মার শান্তি দিন) ফোন করেছিলেন...RAB কে জানানো হয়েছিল। খুব স্বাভাবিক...বিপদে পড়লে সবার কাছে সাহায্য চাইবে এটাই স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য।
কিন্তু...বিদ্রোহকারী ৪৪ব্যাটলিয়ানের প্রধান লেফটেনেন্ট করনেল শামস ETV কে বলেছেন...”মনে হয় ১০।৩০ এর আগেই সবাইকে মারা হয়েছে”(?!)উনি নাকি লুকায়া ছিলেন উনার box খাটের নিচে...উনি এতটাই স্পষ্ট দেখেছেন যে...”Ash কালারের গাড়ি...৩/৪ টা আমুনিশন বক্স খোলা দেখেছেন।”
http://www.youtube.com/watch?v=HJBbsQOduvQ
আমার প্রশ্নঃ চান্দু...তোমার ব্যাটলিয়ানের লোকে বিদ্রোহ কইরা...এত্তগুলা লোক মাইরা ফেলাইলো...আর তুমি box খাটের নিচে ছিলা কেন...এখন ETV তে statement দিয়া বেরাইতাছো...শরম করে না? সরাষ্ট্রমন্ত্রীর আগে উনার পদত্যাগ করা উচিত।... সবার আগে রিমান্ডে নেয়া দরকার।
৫। “মাননীয় প্রধান্মত্রী, আপনি যদি সরবোচ্চ অবস্থানে থেকে কাউকে সাহায্য করতে না পারেন, তাহলে আমাদের ইনিস্টিটিউশ্নের(আর্মি) দরকার কেনো? দিয়ে দেন অন্য দেশকে লিজ”---লেফটেনেন্ট করনেল জামান।কতটা দুক্ষ আর আফসোস নিয়ে একজন অফিসার এই কথা বলেন “দিয়ে দেন অন্য দেশকে লিজ।” প্রতিবেশী দেশের বিমান বাহিনী নাকি প্রস্তুত ছিল আমাদের মাননীয় প্রধান্মত্রীর ফোনের অপেক্ষায়। বিডিয়ারের বেতন ভাতা ব্রিদ্ধির জন্য ট্যাকা পইসাও নাকি দিতে চান উনারা। তাইলে আর সমস্যা কি?লিজ দিয়া দিলেই হয়। আর্মি বিডিয়ার দিয়া আমরা হাল চাষ করাই...ব্যস...খেল খতম।
৬। ডিজি শাকিলের ফোন পেয়ে প্রধান্মত্রী...সামরিক উপদেষ্টা ও সেনাপ্রধানকে জানান। এদের মদ্দে কেউ একজন প্রধান্মত্রীকে বলেছেন “সেনাবাহিনী যেতে ২ ঘন্টা লাগবে”। আমার মনে হয়...ঢাকা ক্যান্টন্মেন্ট থেকে রাইফেল স্কয়ার আস্তে ট্যাক্সি ক্যাবেও ১ ঘন্টার বেশি সময় লাগে না। জুতা মুজা underwear পড়তে বাকি ১ ঘন্টা?হয়তো উনার নিজের ১ ঘন্টা লাগে...তাই হিসাব করে বলেছেন। খুজে দেখতে হবে কার জুতা মুজা underwear পড়তে ১ ঘন্টা লাগে।
আজকে আবার শুনলাম নতুন কাহানী...ফেসবুকে জয়কে নিয়া লেখালেখি হইতাছে...সেটা নাকি সরকারের পছন্দ না। ভুল কি লেখা হইছে...পারলে সামুতে আইসা জবাব দেনঃ
Click This Link
প্রথম "কালোও" এইটা ধামাচাপা দিতে ২ দিন ধইরা ১০ টেরাক ১০ টেরাক করতাছে।
Click This Link
youtube, e-snipes and mediafire এগুলাও নাকি অফ কইরা দিতেছে আমাদের সাহসী...সরকার. বাকি আছে ফেসবুক।
Click This Link
আরো কিছু গুপ্ত হত্যা
Click This Link
আজকে এ প্রযন্তই থাক...মুখে অনেক থু থু জইমা গেছে...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩০