এক বন্ধুর সাথে বাংলায় চ্যাট করতে গিয়ে ঝামেলাটা হয়েছে। সবকিছু কি বাংলায় সম্ভব? আমরা প্রায়ই কোন বন্ধুকে বলি, মিসিং ইউ (Missing You).... বা I Miss You....
এখন কথা হলো Missing You কথাটা বাংলা বলতে গেলে কি বলা উচিত?
১) আমি তোকে হারিয়ে ফেলেছি?
২) তুই হারিয়ে গেছিস?
৩) হারাচ্ছিস তুই?
৪) আমি তোমার শোকে কাতর ছিলাম - (বিডি আইডল)
৫) তোকে মনে পড়ছে ভীষণ - (আইরিন সুলতানা)
৬) তোমাকে অনুভব করছি সারাক্ষণ - (আইরিন সুলতানা)
৭) তোরে লাই পরান আমার পুরতেছিলো রে পাখী----- - (চোরকাঁটা)
৮) "তুই কোনায় আছিলি? তোর লাই আর কলিজা হাডি যায়!!" - (চোরকাঁটা)
৯) তোকে ভীষণ মনে পড়ছে - (জুবাইর রেযা )
১০) "আমি তোমার শূণ্যতা অনুভব করছি" - (এ. এস. এম. রাহাত খান)
১১) তোমাকে মনে পড়ছে বা পড়েছে খুব। - (তাসমান )
১২) তোমার অনুপস্থিতিটা পীড়া দিচ্ছিল.. তুমি হীনা শুনা শুনা - (পারভেজ)
১৩) মন কান্দে তোমার লাগি। - (কে আমি)
১৪) "তুমি আছো, সবই আছে; তুমি নাই, কিছু নাই" - (প্রতিফলন)
১৫) "তোমাকে ছাড়া বাঁচবনা" - (_তানজীর_ )
১৬) তুমার শোকে পাথর হয়া গেছি - (তামিম ইরফান) (হাসতে হাসতে বলতে হবে )
১৭) আফা কই গ্যালা-কই গ্যালা - (বিবেক সত্যি) বি.স'র মিস করার মত কেউ নাই... আপারে মিস করে.. আহারে..
১৮) ইসস যদি তুই থাকতি! - (সবাক)
১৯) কেন জানি তোর প্রয়োজন - (সবাক)
২০) মনে হচ্ছিলো তুই কাছে আছিস! - (সবাক)
১৯) "তোমার বিরহে কাতর" - (আবূসামীহা)
২০) পাচ্ছিনা তোমাকে ঠিক যেভাবে মনে আসছো। - (সুরভিছায়া)
২১) .অনেকদিন তোমাকে দেখিনা... তুমি ঠিক আছো তো? - (চিটি)
২২) আমি তোমারে মনে করতাসি। - (প্রমিত কুমার)
২৩) আমি তোমাকে অনুভব করছি সারাক্ষন...... - (আবু সালেহ)
২৪)
আষাড় শ্রাবন মানে নাতো মন
ঝরঝর ঝরঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে!(দুঃখ দুঃখ, কান্না কান্না ) - (কোজাগরী চাঁদ)
২৫) "তোমার জন্য মন পুড়ে" - রাজর্ষী
২৬) তোর কথা মনে পড়ে - (আরিফ থেকে আনা)
২৭) তুমি কৈ? - (বিবর্তনবাদী)
২৮) ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? - (বিবর্তনবাদী)
২৯) 'তোয়ারে খুব মনত পরে আর' - (শফিউল আলম ইমন)
৩০) 'তোয়াল্লাই আর পেট ফুরের'>>>> চাটগাঁইয়া। - (শফিউল আলম ইমন)
৩১) 'তোমাকে অনুভব করছি' - (শফিউল আলম ইমন)
৩২) তোর জন্য মন কাঁদে। / তোর অভাব বোধ করছি। - (বন্ধনহীন)
৩৩) তোকে মিস করছি। - (বন্ধনহীন) : বন্ধনহীনের মতে এটাই বাংলা।
৩৪) তুই যদি আমার হইতি রে। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, // আমি কি তোর আপন ছিলাম না! - (পথিক৪১৭)
৩৫)
আমার প্রিয়তমা তোমার বিরহে সব শূন্য লাগছে,
বুক খালি খালি নয়ন উদাস মন বিমনা হয়েছে। - (পলাশমিঞা)
৩৬) মন আমার আন্চান আন্চান করে। - (রাজর্ষী)
৩৭) আমি তোমার অভাব অনুভব করছি। - (নোক্সেনডার)
৩৮) অনুভবে তুমি ( I feel you/আক্ষরিক)/ আমি তোর (তোমার) অভাব অনুভব করি।/ কিংবা, আমি উপলব্ধি করি (করছি) তোমায়। - (আশরাফ মাহমুদ)
৩৯) কোথায় হারালে... - (এক্স ফাইলস্)
৪০) পেট পুড়ে, মন পোড়ে, পরাণ পোড়ে" ... - (নুশেরা)
৪১) ত্রিভুজ ভাই কই? আপনের জন্য পেট পুড়তেছে। - (রন্টি চৌধুরী) -এই প্রয়োগটা মনে হলো কাছাকাছি গিয়েছে..(একটু আগেও অবশ্য পেট পুড়ছে এর মানে বুঝতে পারিনি)..
৪২) এই ভেতরে সব জাগতিক পূর্নতার ভীড় সত্তেও তোমার শূন্যতাই সত্য - (আরিফুল হোসেন তুহিন)
৪৩) " ওই! তুমি কই? " - (পাতাকুড়ানি) দু:খ দু:খ মুখ নিয়ে বলতে হবে...
৪৪) তুমিহীনা আমার মাঝে দিগন্তের শূন্যতা। - (মেহরাব শাহরিয়ার)
৪৫) তোমার নিঃসঙ্গতা আমাকে কষ্ট দিচ্ছে - (তাজুল ইসলাম মুন্না)
৪৬) প্রতিমুহুর্তেই তুমি - (অবকাশ)
৪৭)
তু নাহী তো কুছ নাহী
তেরে বিনা জীভন শুনা - (পীরসাহেব)
৪৮) তোর অভাব বোধ করছি - (ফাহমিম )
৪৯) "তুঁই কিঁতা গেঁইয়িইই, আঁই তুঁয়ারে ছাঁড়া থাঁইকবার ফাঁরিনো।" - (তাজুল ইসলাম মুন্না ) (এটা নাকি স্বরে বলতে হবে)
৫০) "তোমাকে চাই" - (বিবেক সত্যি)
৫১) তোমারে পাইতাছিনা - (পথচারী)
৫২) তুমি কনে - (পথিক!!!!!!!)
৫৩) তুমি নেই, মন ভাল নেই.... - (কালপুরুষ)
৫৪) ফাইট্টা যায়...বুক্টা ফাইট্টা যায়... - (অ্যামাটার)
৫৫) কৈ থাকো? কার লগে টাংকি মারো? দেখা পাই না কেন? ফোন ধরো না কেন? - (ক্রিকেট ফ্যান)
৫৬) আমি তোমার অনেক দুরে, কিন্তু কাছে আসতে চাই - (বাংলার মানুষ)
৫৭) কোথায় শুলে গেশিলা ? - (সুরভিছায়া)
৫৮) মিসিং ইউ এর সঠিক বাংলা "মিসিং ইউ" - (তাজুল ইসলাম মুন্না)
৫৯) হৃদয়ে হারাই - (সুলতানা শিরীন সাজি)
৬০) "তোমাকে দেখতে ইচ্ছে করছে" - (শাহানা)
৬১) মিসিং ইউ?
- মানে ইউকে মিস করছি .... মানে ইংলান্ডে যাইতে চাই ।
- তোমাকে মিস করছি
- তোমার অভাব বোধ করছি। - (মাহবুবা আখতার)
৬২) আবেগে তুমি, অনুভবে তুমি। - রেডিও বাংলাদেশ বেতার
৬৩) অনুভবে তুমি... - (মদন)
৬৪) আমি তোমার শুন্যতা মনে প্রাণে অনুভব করছি- (প্রেমের ক্ষেত্রে) তোমায় ছাড়া অসম্পূর্ন লাগছে- (অন্যান্য ক্ষেত্রে) - (সুমাইয়া মুনিরা)
৬৫) আই মিস ইউ। অর্থাৎ, তোমাকে খুব মনে পড়ছে। কিংবা, আই উইল মিস ইউ। মানে, তোমাকে খুব মনে পড়বে। - (আমিনুল ইসলাম)
৬৬) তোর জন্য মরে যাচ্ছি - (তোমার বৃষ্টিতে হাটি)
৬৭) পাগ্লী তোর জন্যে দিগন্তে পাখির ঊড়ান
------তুই এলিনা, এলিনা, এলিনা আমার কাছে - (উবুনটু)
৬৮) তোমায় ছাড়া খুব একা একা লাগছে। - (জানা)
৬৯) (মন থেকে বললে) - তোমায় কাছে পেতে চাই/
(আর মন থেকে না বললে) - তুমি দুর হও আমার সামনে থেকে - (বাংলার মানুষ)
৭০) কুণ্ঠে গেলা (দুকখু দুকখু মুডে বলতে হবে)
মিচ করাতাচি (বত্রিশ দাঁত দেখাইয়া বলথে হবে)
- বাংলার CUPID
৭১) Miss = মহিলা / মেয়ে / নারী - Ing = এছে - You = তুমি
তার মানে missing you এর অর্থ = মহিলাছে / মেয়েছে / নারীছে তুমি -(জেমিনি)
-... আর কিছু?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৫