
আকাশটা আজ কেমন যেন ভীষন কালো
ঝড় কি উঠেছে?
যদি না উঠে তবে আসেপাশে সবাই এত ব্যস্ত কেন?
আমার চারপাশে কেবলি ঝড় বয়ে যায়
আমি আমার খোলস ছেড়ে বেড়িয়ে আসি
মনের সাথে যুদ্ধ করে।
খোলা প্রান্তরে এসে দাঁড়াই
প্রার্থনারত……
আমি হারিয়ে যেতে চাই,
মনে প্রানে চাই
কেউ আমাকে উড়িয়ে নিয়ে যাক।
শোঁ শোঁ আওয়াজে বাতাস ছুটে আসে
কেঁপেঁ উঠলো কি মাটি?
প্রকৃতি কি উন্মত্ত?
হাত বাড়ালেই কি এখন তোকে ছোঁয়া যাবে?
প্রতীক্ষায় থাকি, হারিয়ে যাবার।
কোন এক অজানা কারনে
বাতাস ঠিক সামনে এসে থমকে দাঁড়ায়,
সতর্ক নিঃশ্বাস ফেলে,
চলে যায় আমায় রেখে।
নিজের উপর বড় করুনা হয়,
বৃষ্টিতে ভিজে নিয়ে এসেছি কৃষ্ণচূড়ার ডাল
সাগরের পাড়ে কত ঢং এ যে লিখেছি তোর নাম
সবুজ ডায়েরীর সব পাতা ভরিয়েছি
তোর স্মৃতিতে…
প্রিয় কবিতা অগ্রাহ্য করেছিলাম শুধু তোর জন্য।
কবিতা মিথ্যে বলেনা,
কেউ কথা রাখেনি…
কেউ কথা রাখে না।

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ রাত ১:৪০