মাঝে মাঝে মনে হয় হাঁটতেই থাকি, হাঁটতেই থাকি
জানি না কোথায় যেতে চাই,
জানি না কি দেখতে চাই
এটাও জানি না কাকে স্পর্শ করতে চাই...
শুধু মনে হয়, ঘর থেকে বের হয়ে যাই... কোন একটা পথ খুঁজে হাঁটতেই থাকি।
বৃষ্টিস্নাত একটা সবুজ পথ
অন্যমনস্কভাবে গুগল খুঁজে যা বের করেছি...
যে পথটা স্বপ্নেও কোনদিন আসেনি...
অজ্ঞাত কোন ফটোগ্রাফার বন্দি করেছে আমার মুহূর্তকে, আমাকে না জানিয়েই।
"পূর্ণিমা" কবিতার অসাধারণ জোৎস্না চাইনা,
যে জোৎস্নায় গৌতম যশোধরাকে রেখে বেরিয়ে গিয়েছিল ঈশ্বরের সন্ধানে...
স্টিফেন কিং এর অমাবস্যা চাইনা,
যার বর্ণনা আমাকে অনেক রাত জাগিয়ে রেখেছিল...
আমি শুধু একটা, বর্ষনমুখর একটা সন্ধ্যা চাই
কৃষ্ণচূড়া বিছানো একটা পথ চাই
আমি একাই হাঁটব...
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ রাত ৩:২১