সারাটাদিন এদিক সেদিক অকাজ-কুকাজ শেষে বাসায় প্রবেশ করিয়া ২১” মনিটর ছাড়িয়া সেদিকে দৃষ্টিপাত করিলাম।জনপ্রিয় ব্রাউজার খানা খুলিয়া সংরক্ষিত ঠিকানাগুলিতে ক্লিক করিবা মাত্র ট্যাবে ট্যাবে খুলিয়া গেল,সাদা চামড়ার ভিনদেশী গায়িকার সঙ্গিত ছাড়িয়া শব্দ শুনিবার যন্ত্র কানে লাগিয়ে দিলুম, আহা কি মধু!মুখবুকে চক্ষু বুলাইতে বুলাইতে দুনিয়ার ঠাটবাট সম্পর্কে অবগত হইবার কাজে সচেষ্ট হইলাম।সেই মুহূর্তে আমার মাতা অগ্নি মূর্তি ধারন করিয়া আমার কামরায় প্রবেশ করিলেন,মাতার অগ্নি মূর্তি দর্শন করিয়া আমি গতানুগতিক ধারায় ব্রাউজার খানা হ্রাস করিলাম।মাতা আমার দেখিল আমি জানালা খোলা বিখ্যাত এক ছবি বসিয়া বসিয়া দর্শন করিতেছি।তাহা দেখিয়া মাতা আমাকে বলিতে লাগিল এই ছবিখানা দেখা ছাড়া তুমি জীবনে আর শিখিয়াছ ? প্রতিউত্তর দেবার সুযোগ না দিয়েই মাতা আরও বলিতে লাগিলেন পিতাকে দেখিয়াছি পঞ্জিকা পড়িয়া পড়িয়া জীবন কাটাইতে এখন পুত্র তাহার শুধু জানালা খোলা ছবি দেখিয়াই জীবন পার করিতেছে,এখন আমি বুজিতে পারিতেছি কেন তুমি প্রকৌশল শাস্ত্র নিয়ে লাড়াচাড়া কবিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলে।এই জানালা খোলা ছবি দেখিয়া তুমি যে অশ্বডিম্বের প্রকৌশলী হইবে তাহা আমি আগেই বুজিতে পাড়িয়াছিলাম।বলি তুল্যর কেজি কি সস্তা হয়ে গিয়াছে?পিতা-পুত্র উভয়ই কেজিতে কেজিতে তুল্য কানে প্রবেশ করিয়ে বসিয়া রইয়াছ?সারা শরীরের ধুলা-বালি নিয়ে হাত মুখ ধৌত না করিয়া তুমি কেন এই জানালা খোলা ছবি দেখিতে বসিলে বলো আমাকে।এখনি এই শয়তানের বাকসো বন্ধ না করিয়া খাইতে না বসিলে আজ সত্যিই আমি ইহা ভাঙ্গিয়া তোমার খোলা জানালা দেখার একটা দফারফা করিব।এইসব বলিতে বলিতে মাতা আমার কামরা ত্যাগ করিতে না করিতেই আবার কামরায় প্রবেশ করিলেন,যেন অতি গুরুত্বপূর্ণ কথা এখনও বলিতে পারেন নাই;এরপর উচ্চ স্বরে বলিতে লাগিলেন কাল ( আজ ) আমার বাহিরে যাওয়ার উপর উনি নিষেধাজ্ঞা আরোপ করিতেছেন,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকিবে।বলিয়া মাতা কামরা ত্যাগ করিলেন,তখন আমি বসিয়া বসিয়া ভাবিতেছি তাহলে এই নিষেধাজ্ঞা আরপের জন্য মাতার অগ্নিমূর্তি ধারণ?আমিও এতক্ষণ বসিয়া বসিয়া মনিটরের সেই খোলা জানালাই দেখিতেছিলাম। দীর্ঘশ্বাস ছাড়িয়া এরপর খোলা জানালার ছবি পাল্টিয়ে হৃদপিণ্ডের ভিতর একটি তীরবিদ্ধর ছবি লাগাইলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০