আমাদের মাননীয় অর্থ মন্ত্রী যে কি পরিমান মাথা মোটা তা তার আবল তাবল কথা আর কাজ দেখলেই বোঝা যায়!
আজ অর্থ মন্ত্রী সংবাদ সম্মেলন করে বললেন, তিনি নাকি ২টাকা এবং ১টাকা আর রাখবেননা।
তিনার হিসেবে ১-২টাকা দিয়ে নাকি কোন চকলেটই পাওয়া যায়না। ৫টাকা হবে সর্বনিম্ন টাকা।
আচ্ছা চকলেটের হিসাব বাদই দিলাম।
ধরেন আপনি বাজারে গেলেন বাজার করতে। কোন একটা তরকারীর দাম ১২টাকা। এখন হয় ১০টাকা অথবা ১৫টাকা দিয়ে তা কিনরেত হবে। দোকানদার যেহেতু লছ করে বিক্রি করবেনা সেহেতু ১২টাকার জিনিস ১৫টাকা দিয়েই ক্রেতাকে কিনতে হবে!
বাসায় ফকির ভিক্ষা চাইতে আসলে এখন কি প্রত্যেক ফকিরকেই ৫টাকা করে দেওয়া সম্ভব?

শুধু মাথা মোটা বানাইলেই হয়না! মাথাতে কিছু থাকাটাও আবশ্যক
