ফিরতে চেয়েছিলাম, আমি তোমার ছায়া ঘেরা কোলে,
শ্যামলিমা তুমি, আমি যে সেই দুরন্ত ছেলে।
অগ্রহায়নে নবান্নের দিনে পাকা ধানের ঘ্রান,
স্মৃতির দুয়ারে বসি আনচান করে প্রান।
পৌষের সকালে কুয়াশা ঘেরা রোদ্দুর,
ওগো তোমার পরশ কতো উষ্ণ মধুর!
নিয়তির পরিহাসে হলোনাতো ফেরা আর
মনে পরে বারবার মুখটি তোমার।
তোমার বিরহ ব্যাথা বাজে সকরুন সুরে,
দুরান্তে ভাবি বসে তুমি কতো যোজন দূরে!
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬