(আমি কোন কবি নই। একবার শখের বশে কবিতা লিখেছিলাম। বন্ধুরা দেখে বলল "মন্দ নয়"। তাতেই আমি খুশি। আজ হঠাৎ আমার লেখা একটি কবিতার কথা খুব মনে পড়ল। যদি একটা লাইনও কারও ভাল লাগে তাতেই আমার লেখা সার্থক বলে মনে করব।)
তোমার বিরহ মানে মেঘলা আকাশ,
সারাদিন ক্লান্তিহীন শ্রাবণ বর্ষণ,
তোমার বিরহ মানে শুধু দীর্ঘশ্বাস,
হৃদয় জমিতে তীক্ষ্ণ ব্যথার কর্যন।
তোমার বিরহ মানে ঘোর অমানিশা,
মিটিমিটি তারাদের নীরব ক্রন্দন,
তোমার বিরহ মানে প্রচন্ড হতাশা,
রুখে দিতে চায় যেন হৃদয়স্পন্দন।
তোমার বিরহ মানে অস্থির নয়ন,
প্রতিমুহূর্তে করে তোমার অন্বেষন,
তোমার বিরহ মানে কন্টক শয়ন,
গোলাপকে মনে হয় হীন ব্রাত্যজন।
তোমার বিরহ মানে অন্তহীন পথ,
ছন্দহীন জীবনের চাকাহীন রথ।