ঝরে পড়ুক বিষাদের বিবর্ণতা,
মুছে যাক শুভ্রতায়, শতবর্ষী জীর্ণতা,
ভালবাসায় পূর্ণ হোক প্রতিটি সৃষ্টির হৃদয় দরিয়া,
কারণ এটা ভালবাসার ঘনঘটা।
হাজারো পরিসংখ্যান, আর চুল চেরা বিশ্লেষণ।
শেষের অবিশিষ্টতা মানব হৃদয়ে ভালবাসার শোষণ।
শেষ বিন্দুর বাষ্পপুঞ্জ হবার পূর্বের শেষ ফোটা।
হাজারো নিয়ম আর নিষেধের বলয়ে স্বাধীনতার খোটা,
পুরাতন স্বত্বার মাঝে পরাধীনতার নতুনত্ব-
এক পা চলতে দু-পা বারণ, মানব তোমার আমরণ বন্দিত্ব।
মানব,
তুমি ভালবাসতে পারবে না, ইহা মহা পাপ।
তুমি ভালবাসলে উপরে বিচারকের বড়ই ক্ষতি সাধিত হয়ে যাবে, তোমার ভালোলাগা,
আর পবিত্রতম অনুভূতি গুলোর ভাগিদারী ঐ মোটা মোটা নজর গ্রন্থের রচিয়তা।
তোমার সর্বকর্মে তার খবরদারি। যতই হোক তোমার কর্ম রকমারি।
তোমার ভালোলাগা মাত্রাকে লাগাম দিবে।
নয়তো তুমি নিক্ষিপ্ত হবে, অগ্নীশ্বরের তরে।
এত মাথা ভার করা কথাবার্তার পরেও বেহায়া মানব হৃদয়ে ভালবাসার উকি দেয়,
নিষেধের হিরোশিমার ছাইয়ে জন্ম নেয় নিষ্পাপ ভালবাসার অঙ্কুর।
এ অঙ্কুর বড়ই বেমানান, তিলেতিলে বুকে চেপে নিষিদ্ধ সম্পর্ক গুলোকে শাখা প্রশাখার জন্ম দিতে থাকে।
নব উদ্যমে চলতে থাকা ভালবাসার সে অঙ্কুর বারে বারে দংশিত হয়,
মহাজনের হিংস্র রক্ষকদের বিষাক্ত দৃষ্টিতে ।
মানব,
তুমি অপরাধী, তোমার ভালবাসায় নিষিদ্ধতা।
তোমার একমাত্র স্থান বিচারের কাঠগড়া।
মহাজন তোমার প্রতি বড়ই নাখোশ।
মহাশয়ের নিয়মের কাছে তোমার অনুভূতি অসহায়।
সাজা তোমাকেই পেতেই হবে। মহাশয়ের সেনাদল ভারী,
আর তুমি লঘিষ্ঠ।
এমনি করে অনন্তকাল ধরে নিরন্তর পবিত্র অনুভূতি গুলোর চলছে মৃত্যু কূপ পথে ঘৃণিত মশাল যাত্রা।
ভালবাসার মন্দিরে বিষাক্ত জল্লাদ গুলো ঠুকে দিলো বৃহৎ তালা।
মানব,
তোমার জন্য শুধুই তোমার জন্য একরাশ সমবেদনা।
আর উপহার স্রষ্টার প্রতি প্রার্থনা।
কারণ ঐ মহাশয়ের তোমার ভাললাগাতে দিতেই হবে হানা।ঝরে পড়ুক বিষাদের বিবর্ণতা,
মুছে যাক শুভ্রতায়, শতবর্ষী জীর্ণতা,
ভালবাসায় পূর্ণ হোক প্রতিটি সৃষ্টির হৃদয় দরিয়া,
কারণ এটা ভালবাসার ঘনঘটা।
হাজারো পরিসংখ্যান, আর চুল চেরা বিশ্লেষণ।
শেষের অবিশিষ্টতা মানব হৃদয়ে ভালবাসার শোষণ।
শেষ বিন্দুর বাষ্পপুঞ্জ হবার পূর্বের শেষ ফোটা।
হাজারো নিয়ম আর নিষেধের বলয়ে স্বাধীনতার খোটা,
পুরাতন স্বত্বার মাঝে পরাধীনতার নতুনত্ব-
এক পা চলতে দু-পা বারণ, মানব তোমার আমরণ বন্দিত্ব।
মানব,
তুমি ভালবাসতে পারবে না, ইহা মহা পাপ।
তুমি ভালবাসলে উপরে বিচারকের বড়ই ক্ষতি সাধিত হয়ে যাবে,
তোমার ভালোলাগা, আর পবিত্রতম অনুভূতি গুলোর ভাগিদারী ঐ মোটা মোটা নজর গ্রন্থের রচিয়তা।
তোমার সর্বকর্মে তার খবরদারি। যতই হোক তোমার কর্ম রকমারি।
তোমার ভালোলাগা মাত্রাকে লাগাম দিবে। নয়তো তুমি নিক্ষিপ্ত হবে, অগ্নীশ্বরের তরে।
এত মাথা ভার করা কথাবার্তার পরেও বেহায়া মানব হৃদয়ে ভালবাসার উকি দেয়,
নিষেধের হিরোশিমার ছাইয়ে জন্ম নেয় নিষ্পাপ ভালবাসার অঙ্কুর।
এ অঙ্কুর বড়ই বেমানান, তিলেতিলে বুকে চেপে নিষিদ্ধ সম্পর্ক গুলোকে শাখা প্রশাখার জন্ম দিতে থাকে।
নব উদ্যমে চলতে থাকা ভালবাসার সে অঙ্কুর বারে বারে দংশিত হয়,
মহাজনের হিংস্র রক্ষকদের বিষাক্ত দৃষ্টিতে ।
মানব,
তুমি অপরাধী, তোমার ভালবাসায় নিষিদ্ধতা।
তোমার একমাত্র স্থান বিচারের কাঠগড়া।
মহাজন তোমার প্রতি বড়ই নাখোশ।
মহাশয়ের নিয়মের কাছে তোমার অনুভূতি অসহায়।
সাজা তোমাকেই পেতেই হবে। মহাশয়ের সেনাদল ভারী,
আর তুমি লঘিষ্ঠ।
এমনি করে অনন্তকাল ধরে নিরন্তর পবিত্র অনুভূতি গুলোর চলছে মৃত্যু কূপ পথে ঘৃণিত মশাল যাত্রা।
ভালবাসার মন্দিরে বিষাক্ত জল্লাদ গুলো ঠুকে দিলো বৃহৎ তালা।
মানব,
তোমার জন্য শুধুই তোমার জন্য একরাশ সমবেদনা।
আর উপহার স্রষ্টার প্রতি প্রার্থনা।
কারণ ঐ মহাশয়ের তোমার ভাললাগাতে দিতেই হবে হানা।