তিন প্রতিষ্ঠানের পাঁচটি আবাসন প্রকল্পের অনুমোদন বাতিল করেছে সরকার।
এগুলো হলো- ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের বসুন্ধরা আবাসন প্রকল্প (প্রথম পর্ব), স্বদেশ প্রপার্টিজের স্বর্ণালী আবাসন প্রকল্প (প্রথম পর্ব), ইস্টার্ন হাউজিং লিমিটেডের বনশ্রী নিউ টাউন আবাসন প্রকল্প, পল্লবী আবাসন প্রকল্প (দ্বিতীয় পর্ব) এবং রামপুরা বর্ধিত আবাসন প্রকল্প।
মঙ্গলবার সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অনুমোদন বাতিল হওয়া এসব প্রকল্পের নাম প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী জানিয়েছেন, গৃহায়ন মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিছু শর্ত সাপেক্ষে প্রকল্পগুলো বাস্তবায়নের অনুমতি দেয় ২০০৬ সালের ২১ অক্টোবর।
বেসরকারি গৃহায়ন প্রকল্পের জন্য বিদ্যমান ভূমি উন্নয়ন বিধি ২০০৪ অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে শর্ত বেঁধে দেওয়া হয়েছিলো।
শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানিগুলো প্রকল্পসমূহের মূল নকশা পরিবর্তন করতে পারবে না, নিম্নভূমি ভরাট করতে পারবে না, প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশস্ত সড়ক নিমার্ণ করতে হবে, প্রকল্প অঞ্চলে কোন খাস জমি থাকলে তা সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না এবং সর্বোপরি প্রকল্পগুলো পরিবেশবান্ধব হতে হবে।
"কিন্তু তারা বেঁধে দেওয়া কোন শর্তই পূরণ করতে পারেনি। তাই সরকার প্রকল্পগুলোর অনুমোদন বাতিল করেছে।
"মূলত: গত বছরের ৩০ সেপ্টেম্বরের পরই প্রকল্পগুলো বাতিল হয়ে যায়" ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
স্থায়ী কমিটির চেয়ারম্যান জানান, ভূমি উন্নয়ন বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শর্ত পূরণের আগেই কেন প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়- কমিটির পরের সভায় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তার কারণ জানাতে বলা হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি নিউজ
Click This Link