যে লোকটি মাঠে ময়দানে রাজনীতির নামে মিথ্যা বলে, প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করে, গুণ্ডা পোষে, পোষা গুণ্ডাদেরকে দিয়ে মানুষের সম্পদ জবর-দখল করে তারও নিশ্চয় ঘরে স্ত্রী, মা, ভাই-বোন রয়েছে। নিশ্চয় তার সন্তান আছে যারা মনে করে আমার বাবাটি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। নিশ্চয়ই তারা এভাবে ঐ বাবাটিকে নিয়ে গর্ব করে! শুনেছি পৃথিবীতে নাকি খারাপ বাবা বলতে কিছু নেই।
প্রশ্ন হচ্ছে ঘরে গিয়ে স্বামী হিসেবে শ্রদ্ধা পাওয়া, সু-সন্তান হিসেবে বাবা-মায়ের কাছে গৃহিত হওয়া, ভালো বাবা হিসেবে গর্বের উপাদান হওয়া ঐ মানুষগুলো কিভাবে উপরোক্ত কাজগুলো করেন? যে একজন ভালো স্বামী, যে একজন ভালো সন্তান, যে একজন ভালো বাবা- সেই মানুষটিই কীভাবে বর্তমানের রাজনীতিতে জড়িত হয়ে মিথ্যা কথা বলেন? কীভাবে তিনি ঊর্ধ্বতন নেতার গুণগান গাইতে গাইতে মাইকের রিসিভার ভিজিয়ে দেন? কীভাবে তিনি প্রতিপক্ষকে খুন করে স্বজনদের কাছে ভালো মানুষ হিসেবে গৃহিত হোন? ঐ মিথ্যাবাদী রাজনীতিকটির স্ত্রী, মা-বাবা, সন্তানরা কি জানে না তার স্বামীটি, তার সন্তানটি, তার পিতাটি কী করেন? তারা কি জানে না তার উপার্জনের উৎসটি কী? আমার ধারণা ভালো করেই জানে। জেনে তারপরও তাদের গ্রহণযোগ্যতা আমাকে বিষ্মিত করে। আমার কাছে বিষয়টি সাংঘাতিক এক প্যারাডক্স মনে হয়।
হ্যাঁ, আমাদের সমাজও সব জেনে-শুনে তাদেরকে শ্রদ্ধা করে, তাদের প্রতি অনুগত থাকে। তাদের জন্য নির্বাচন এলে প্রাণটুকুও বিসর্জন দেয়। আমি জানিনা এই অদ্ভুত প্যারাডক্সের ব্যাখ্যা কী? তবে কি বিষয়টি এমন যে একজন স্বামী হিসেবে ভরণ-পোষণ, ভোগ-বিলাসের যোগান দিলেই তিনি ভালো স্বামী হিসেবে গৃহিত হোন? তবে কি সন্তানের প্রতি লোকেদের বাহ্যিক শুনাম ও নাম-ধাম শুনেই পিতা-মাতা গর্ববোধ করেন? তবে কী পিতার কাছ থেকে অর্থবিত্ত, পড়ালেখার খরচ, অঢেল টাকা-পয়সা পেয়ে সন্তানরা বাবার সত্যিকার কীর্তিকলাপ ভুলে থাকে? কী জানি! আসলে তারা ভুলে থাকে নাকি ভুলে থাকার চেষ্টা করে তাও জানি না।
জানিনা সত্যিকার অর্থেই তারা পিতার ঐ কাজগুলোকে সঠিক মনে করে কি না। নাই যদি করে তবে কীভাবে তার নাম ভেঙ্গে তার স্বজনরা দাপট দেখায়? আসলে আমরা বোধ হয় নীতি-নৈতিকতাহীন এসব কাজকে গ্রহণ করে নিয়েছি। বৈধতা দিয়ে দিয়েছি। নয়তো তারা গর্বভরে আমাদের সামনে হাজির হতে পারত না। মুখটাও দেখাতে লজ্জাবোধ করত।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮