ব্লগার শায়মা আপুর একটা পোস্ট দেখে কেন জানি আমারও একটু শখ হল আমার অন্দরমহলের সাজুগুজুর একটা পোস্ট দেই----ইনটেরিওর ডেকোরেশন এর প্রতি আমারও একটু ঝোঁক আছে, সময় পেলে ঘর সাজাতে ভালই লাগে! এই দম বন্ধ করা, করোনার কবলে আটকে পরা বিষন্ন দিন গুলোতে ঘরে একটু সবুজের ছোঁয়া আনতে, একটু ছোটবেলার পুতুল কিংবা হাড়িপাতিল খেলার মত ঘরের কোনাকুনি সাজাতে, কেন জানি ভালো লাগে...সব কিছু ভুলে থাকার জন্য এটা একটা থেরাপীো মত কাজ করে।
শায়মা আপু!..তুমি আর তোমার মত সৌন্দর্য্য পিপাসু মানুষদের জন্য আমার অন্দরমহলের সাজুগুজুর ভাগ করে করে এই পোস্টা টা উৎসর্গ করলাম...
বাইরের সবুজের ছোঁয়া ঘরেও একটু পাওয়ার আশায়.
..
টেরেরিয়াম, ফুল বিহিন ছোট গাছটি, কেমন মায়ায় ভরা!
তিন সবুজ যেন মৌনব্রত বন্ধু !
ওরা তো চলে যাবে কিছুদিন পর..ছবিই শুধু দেখব চেয়ে...
ছোটবেলার পুতুল খেলার মত ঘর সাজাতে ইচ্ছে করে...
ছবিগুলো সব আমার মুঠোফোনে তোল..কিনতু কিছু ছবি সোজাভাবে আসল না.।চেস্টা করলাম সোজা করতে পারলাম না!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৩